বিপিএল প্লেয়ার্স ড্রাফটের দিনক্ষণ চূড়ান্ত
আর ১৯ দিনের অপেক্ষা। এরপরই ভারতের মাটিতে বসছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। বিশ্বকাপকে ঘিরেই চলছে ভক্ত-সমর্থকদের উন্মাদনা। এরই মাঝে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তোড়জোড়। বিপিএল মাঠে গড়াতে এখনও মাস চারেক বাকি থাকলেও আগেভাগেই প্লেয়ার্স ড্রাফটের আনুষ্ঠানিকতা সেরে রাখছে বিপিএল গর্ভনিং কাউন্সিল।
আগামী ২১ সেপ্টেম্বর থেকে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ। আর এই সিরিজের মাঝপথেই বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। আগামী রোববার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে নিলাম অনুষ্ঠিত হবে। নিলামের আনুষ্ঠানিকতা শুরু হবে দুপুর ১২টায়।
এবারের বিপিএলে মোট সাতটি দল অংশ নেবে। দলগুলো হলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স, সিলেট স্ট্রাইকার্স, রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও দুর্দান্ত ঢাকা। ড্রাফটের বাইরেও বিদেশি ক্রিকেটারদের সরাসরি চুক্তির মাধ্যমে দলে ভেড়ানোর সুযোগ রয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো দল গোছাচ্ছে।
যদিও সবচেয়ে বড় খবর আগামী আসর শুরুর আগে বদলে গেছে ঢাকার ফ্র্যাঞ্চাইজি। বিপিএলের গত আসরে রূপা গ্রুপের মালিকানায় অংশ নিয়েছিল ঢাকা ডমিনেটর্স। এবারের আসরে দুর্দান্ত ঢাকা নামের নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত হয়েছে।
বিপিএলের সম্ভাব্য সূচি নিয়ে কিছুটা জটিলতা আছে। সামনে যেহেতু জাতীয় নির্বাচন, তাই কবে নাগাদ বিপিএল শুরু হবে, তা এখনও জানা যায়নি। তবে ১০ জানুয়ারি বা তার আগে পরে একটা গ্রহণযোগ্য তারিখ দেখে বিপিএল শুরু করার কথা জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। গতবার টুর্নামেন্টের গ্রুপপর্বে ডিআরএস ছিল না। এবার বোর্ড সরাসরি ডিআরএস কোম্পানির সঙ্গে চুক্তি করেছে। তাই শুরু থেকেই ডিআরএস থাকবে বলে ধারণা করা হচ্ছে।