কুমিল্লার হয়ে বিপিএল মাতাবেন তাওহিদ হৃদয়
বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম ভবিষ্যৎ ভাবা হচ্ছে তাওহিদ হৃদয়কে। ছোট ক্যারিয়ারে অল্প সময়েই সামর্থ্যের প্রতিফলন ঘটিয়েছেন। তৈরি করেছেন ভরসার জায়গা। তরুণ এই প্রতিভাকে আগামী বছরের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য দলে ভিড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সোমবার (১৮ সেপ্টেম্বর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে তাওহিদ হৃদয়কে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা।
বিপিএলে সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সর্বশেষ দুই আসরের শিরোপাও উঠেছে তাদের হাতে। ২০২৪ বিপিএলের জন্য সোমবার (১৮ সেপ্টেম্বর) হৃদয়ের পাশাপাশি লিটন দাস, মুস্তাফিজুর রহমান, পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানের দলে থাকাটা নিশ্চিত করেছে দলটি। হৃদয় এর আগে কুমিল্লার হয়ে না খেললেও বাকিরা গত মৌসুমেও খেলেছিলেন কুমিল্লার জার্সিতে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চলতি বছর অভিষিক্ত হন ২২ বছর বয়সী হৃদয়। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত আটটি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ১৩৫.৬৫ স্ট্রাইক রেটে করেছেন ১৫৬ রান। চলতি বছর প্রথমবারের মতো খেলেছেন দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে। লঙ্কা প্রিমিয়ার লিগে জাফনা কিংসের হয়ে খেলেছেন হৃদয়।
বিপিএলে এর আগে ফরচুন বরিশাল ও সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলা হৃদয়কে সাইন করিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স লিখেছে— ‘অপেক্ষার অবসান হলো। তাওহিদ হৃদয় এখন আনুষ্ঠানিকভাবে ভিক্টোরিয়ান্স পরিবারের অংশ। এই মৌসুমে (২০২৪ বিপিএল) কিছু আকর্ষণীয় মুহূর্তের জন্য তৈরি হোন।’