বিপিএলের দশম আসরের প্লেয়ার্স ড্রাফট শুরু
শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৪ এর প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠান। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে চলছে বিপিএলের প্লেয়ার ড্রাফট। আগামী আসরটি হতে চলেছে বিপিএলের দশম আসর।
২০১২ সালের বিশ্বের দ্বিতীয় ফ্যাঞ্চাইজি লিগ হিসেবে পথচলা শুরু হয় বিপিএলের। দিনে দিনে কিছুটা রং হারালেও এই লিগ নিয়ে ভক্ত ও ক্রিকেটারদের আগ্রহ থাকে বেশ।
আগামী আসরে অংশ নেবে মোট সাতটি দল। সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সসহ বাকি দলগুলো হলো— ‘সিলেট স্ট্রাইকার্স, রংপুর রাইডার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, খুলনা টাইগার্স, ফরচুন বরিশাল ও দুর্দান্ত ঢাকা। এবার নতুন নামে অংশ নিয়েছে ঢাকা।
সাতটি ক্যাটারিতে খেলোয়াড়দের ভাগ করা হয়েছে। ‘এ’ থেকে ‘জি’ পর্যন্ত নিলামে তোলা হয়েছে খেলোয়াড়দের। 'এ' ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়ের মূল্য ধরা হয়েছে ৮০ লাখ টাকা। যেখানে আছেন একমাত্র মুশফিকুর রহিম।
বি ক্যাটাগরিতে ৫০ লাখ, সি-তে ৩০ লাখ। পরের চারটিতে যথাক্রমে ২০, ১৫, ১০ ও ৫ লাখ টাকা ধরা হয়েছে প্রাথমিক মূল্য।
বিপিএল ড্রাফট কমিশনার ও বিসিবির পরিচালক মাহবুব আনামের সভাপতিত্বে শুরু হয়েছে এই নিলাম অনুষ্ঠান।