কুমিল্লাতেই থাকছেন ইমরুল কায়েস
বিপিএলের অন্যতম সফল অধিনায়ক ইমরুল কায়েস। তার নেতৃত্বে দুবার আসরের শিরোপা জিতেছে কুমিল্লা। বিপিএলের সর্বশেষ শিরোপাও উঠেছে তার হাতেই। ২০১৫ সাল থেকে কুমিল্লার সঙ্গে আছেন ইমরুল। মাঝে ২০২০ সালে মুজিব শতবর্ষের বিশেষ বিপিএলে খেলেছিলেন জেমকন খুলনার হয়ে। কুমিল্লার সঙ্গে জুড়ে যাওয়া ইমরুল এবারও বিপিএল মাতাবেন বর্তমান চ্যাম্পিয়নদের জার্সিতে।
সাতটি ক্যাটাগরিতে খেলোয়াড়দের ভাগ করা হয়েছে। ‘এ’ থেকে ‘জি’ পর্যন্ত নিলামে তোলা হয়েছে খেলোয়াড়দের। ইমরুল আছেন ‘বি’ ক্যাটাগরিতে। বি ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়ের মূল্য ধরা হয়েছে ৫০ লাখ টাকা। সেখান থেকে তাকে দলে নিয়েছে কুমিল্লা। যদিও শুরুর দিকে নেয়নি তারা। সপ্তম ডাকে নিজেদের সফল অধিনায়ককে নেন নাফিসা কামালের দল।
চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৪ এর প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠান। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে চলছে বিপিএলের প্লেয়ার ড্রাফট। ড্রাফটের প্রথম দফায় ইমরুলকে না নিলেও পরে ইমরুলকে ঠিকই দলে ভেড়ায় কুমিল্লা। তার নাম ঘোষণা করার সময় বেশ উচ্ছ্বসিত দেখা যায় কুমিল্লা কর্তৃপক্ষকে।
আগামী আসরটি হতে চলেছে বিপিএলের দশম আসর। ২০১২ সালের বিশ্বের দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেবে পথচলা শুরু হয় বিপিএলের। আসরে অংশ নেবে মোট সাতটি দল। সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সসহ বাকি দলগুলো হলো— ‘সিলেট স্ট্রাইকার্স, রংপুর রাইডার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, খুলনা টাইগার্স, ফরচুন বরিশাল ও দুর্দান্ত ঢাকা। এবার নতুন নামে অংশ নিয়েছে ঢাকা।
এখন পর্যন্ত কুমিল্লা যাদের নিয়েছে :
লোকাল রিটেন- লিটন দাস, মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম।
রিটেনশন ওভারসিজ- মোহাম্মদ রিজওয়ান, সুনীল নারাইন।
ডিরেক্ট সাইনিং- তাওহিদ হৃদয়।
ডিরেক্ট সাইনিং (ওভারসিজ)- মঈন আলি, আন্দ্রে রাসেল, ইফতেখার আহমেদ, জামান খান, খুশদিল শাহ, জনসন চার্লস, নূর আহমেদ, নাসিম শাহ, রশিদ খান।
ড্রাফট থেকে: মৃত্যুঞ্জয় চৌধুরী, জাকের আলি অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, রাহকিম কর্নওয়াল, ম্যাথু ওয়াটলার ফোর্ড, ইমরুল কায়েস, মুশফিক হাসান।