এশিয়াডে চীনকে রুখে দিল বাংলাদেশ
প্রথম ম্যাচে মিয়ানমারের কাছে আত্মঘাতী গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে পরাজয়ে আগেই এশিয়ান গেমস থেকে বিদায় নিশ্চিত হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের। তাই চীনের বিপক্ষে শেষ ম্যাচ নিয়মরক্ষার হলেও ভালো ফুটবল খেলে তাদের রুখে দিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।
আজ রোববার (২৪ সেপ্টেম্বর) হ্যাংজুর শাওশান স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে গোলশূন্য ড্রয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ দল। প্রথম দুই ম্যাচে পয়েন্ট না পেলেও শেষ ম্যাচে ১ পয়েন্ট পেল বাংলাদেশ।
ম্যাচের ২০তম মিনিটে জনির দারুণ শট সেভ করেন চীনা গোলরক্ষক। এরপর ফয়সাল হোসেন ফাহিমের একক প্রচেষ্টা শেষ হয় গোলরক্ষকের গায়ে লেগে কর্নারের বিনিময়ে। এরপর কর্নার আদায় করে নেয় বাংলাদেশ। তবে প্রথমার্ধের শেষভাগে চীনও সেরা সুযোগ পেয়েছিল। গোলকিপার আর ডিফেন্ডারদের কল্যাণে বেঁচে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে তারা একাধিক আক্রমণ করে। তবে কাঙ্খিত গোলের দেখা পায়নি বাংলাদেশ।
এশিয়ান গেমস ফুটবলে এর আগে দুইবার চীনের বিপক্ষে খেলে দুইবারই হেরেছিল বাংলাদেশ। ১৯৮২ সালে দিল্লি এশিয়াডে হার ছিল ১-০ গোলে। তখন গেমস ফুটবলে খেলতো জাতীয় দল। এরপর ২০০২ সালে বুসান এশিয়াড থেকে শুরু হয় গেমস ফুটবলে অনূর্ধ্ব-২৩ দলের খেলা। ওইবার বাংলাদেশ বুসানে চীনের কাছে হেরেছিল ৩-০ গোলে।
তিন ম্যাচে ৭ পয়েন্টে নিয়ে গ্রুপ সেরা হয়ে পরের রাউন্ডে গেছে চীন। আর তিন ম্যাচে এক পয়েন্ট নিয়ে সবার নিচে থেকে গেমস থেকে বিদায় নিলো হাভিয়ের কাবরেরার দল। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে ১০৯ ধাপ এগিয়ে চীন। তাদের বিপক্ষে বাংলাদেশের খেলোয়াড়রা এমন এক ড্র করবে সেটা হয়তো কেউ ভাবেনি। তবে সেই চীনকে তাদেরই ঘরে মাঠে রুখে দিয়ে শেষটা রাঙিয়ে দেশে ফিরবে ফুটবলাররা।