সাকিবকে ছাড়াই লড়াইয়ে বাংলাদেশ
বিশ্বকাপে ভারতের বিপক্ষে আজ বৃহস্পতিবারের (১৯ অক্টোবর) ম্যাচটা বাংলাদেশের জন্য ঘুরে দাঁড়ানোর। কিন্তু, এমন ম্যাচেই দলে নেই অধিনায়ক সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ঊরুর পেশিতে চোট পেয়ে খেলার মাঝপথেই মাঠ ছাড়েন সাকিব। ম্যাচের আগে অনুশীলন করলেও খেলার মতো পুরো ফিট নেই তিনি। ফলে, তাকে নিয়ে ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট।
তিন ম্যাচের দুটিতে হেরে ইতোমধ্যে বাংলাদেশের অবস্থা নাজুক। যেখানে তিন ম্যাচের সবকটিতে জিতে ভারত আছে চূড়ান্ত ফর্মে। এমন ম্যাচে সাকিবের না থাকাটা দলের জন্য বড় দুঃসংবাদ। ভারতের মাঠ বাংলাদেশের মতোই চেনা সাকিবের কাছে। এমনকি সাকিবের বোলিংয়ের সামনে বিরাট কোহলিকে বরাবরই দেখা গেছে সংগ্রাম করতে। উপমহাদেশের একমাত্র স্পিনার হিসেবে ওয়ানডেতে কোহলিকে পাঁচবার আউট করেছেন সাকিব।
এ ম্যাচে সাকিবের পরিবর্তে একাদশে এসেছেন স্পিনার নাসুম আহমেদ। অধিনায়কত্ব করবেন বিশ্বকাপে বাংলাদেশের সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সাকিব ছাড়াও আজ একাদশে নেই পেসার তাসকিন আহমেদ। তাসকিনের পরিবর্তে জায়গা পেয়েছেন হাসান মাহমুদ। এ ম্যাচ দিয়ে নাসুম ও হাসানের দুজনেরই অভিষেক হয়েছে বিশ্বকাপে।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিদ হাসান, মাহমুদউল্লাহ, নাসুম আহমেদ।