ব্যাটারদের দায়িত্বের ঘাটতি দেখছেন শান্ত
বাংলাদেশ-ভারত লড়াই গত কয়েক বছরে আলাদা মাত্রা পেয়েছে। সর্বশেষ এশিয়া কাপেও ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। তবে বিশ্বকাপের মঞ্চে একবারই ভারতবধ করতে পেরেছিল লাল-সবুজের দল। সেটাও ১৬ বছর আগে, ২০০৭ সালে। এবার যতটুকু লড়াই আশা করা গিয়েছিল, তার ছিঁটেফোঁটাও দেখাতে পারেনি টাইগাররা। এমন হারের পেছনে ব্যাটারদের দায়িত্বের ঘাটতি দেখছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুনেতে ভারতের বিপক্ষে ম্যাচ শেষে এমন একপেশে হার নিয়ে কথা বলতে সংবাদ সম্মেলনে হাজির হন শান্ত। এসময় ম্যাচ প্রসঙ্গে কথা বলেন এই বাঁহাতি ব্যাটার।
হারের কারণ জানিয়ে শান্ত বলেন, ’আমাদের প্রস্তুতি ভালো ছিল। আমরা ওপেনারদের নিয়ে যে দুশ্চিন্তায় ছিলাম, সেখানে আমরা ভালো করেছি। তবে যারা ক্রিজে সেট ছিল, তাদের উচিত ছিল বড় ইনিংস খেলার। আমরা মাঝের ওভারগুলোতে ভালো ব্যাট করতে পারিনি। দায়িত্ব নিয়ে বড় ইনিংস খেলতে পারলে দৃশ্যপট অন্যরকম হতো। আমি বোলারদের খুব একটা দোষ দেখি না। তারা ভালো বল করেছে।’
চলতি বিশ্বকাপে ব্যাট হাতে শান্ত নিজের সেরা ছন্দে নেই। ভারতের বিপক্ষেও হাসেনি এই ব্যাটারের ব্যাট। ব্যাটিং প্রসঙ্গে শান্ত বলেন,‘সব ব্যাটারের দায়িত্ব দলের জন্য রান করা। আমি যেহেতু টপ অর্ডারে ব্যাটিং করি সেখানে রান করা খুবই গুরুত্বপূর্ণ। তবে যেটা চলে গেছে, সেটা নিয়ে আমি ভাবতে চাই না। এখন সামনের ম্যাচ নিয়েই পরিকল্পনা আমাদের।’
ভারতীয়দের আনন্দে ভাসিয়ে রোহিতের দল বাংলাদেশকে গুঁড়িয়ে দিয়েই ছুটতে থাকল সেমিফাইনালের দিকে। টানা চার ম্যাচের জয়রথে তারা। আর চার ম্যাচের তিনটাতেই বড় ব্যবধানে হেরে বাংলাদেশ ঠিক উল্টো দিকে। এই তিন হারই আবার টানা তিন ম্যাচে।