স্টেডিয়ামে পাকিস্তানের পক্ষে স্লোগানে ভারতীয় পুলিশের বাধা
চলতি বিশ্বকাপ আয়োজন নিয়ে কম সমালোচনায় পড়তে হয়নি আয়োজক ভারতকে। এবার অস্ট্রেলিয়া–পাকিস্তান ম্যাচে এক পাকিস্তানি সমর্থককে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান বলতে বাধা দিয়ে আলোচনায় এক ভারতীয় পুলিশ। এ নিয়ে সেই সমর্থকের সঙ্গে পুলিশ সদস্যের বেশ তর্কও হয়েছে।
গতকাল শুক্রবার (২০ অক্টোবর) বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার কাছে ৬২ রানে হেরেছে পাকিস্তান। সেই ম্যাচে নিজ দলকে সমর্থকন যোগাতে বেশকিছু পাকিস্তানি সমর্থককে গ্যালারিতে দেখা যায়। এসময় এক ভক্তকে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান বাদ দিয়ে ‘ভারত মাতা কি জয়’ বলার জন্য জোর করতে দেখা যায় এক পুলিশকে।
পাকিস্তানের জনপ্রিয় ইউটিউবার মমিন সাকিব তার অফিশিয়াল ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করেন। যা নিয়ে ওঠে আলোচনা-সমালোচনার ঝড়। ভিডিওতে দেখা যায়, গ্যালারিতে পাকিস্তানের জার্সি পরা এক সমর্থক পুলিশকে বলেছেন, ‘ভারত মাতা কি জয় বলতে পারলে পাকিস্তান জিন্দাবাদ বলা যাবে না কেন?’ তখন সেই পুলিশ সদস্য বলেন, ‘ভারত মাতা কি জয় ভালো, কিন্তু পাকিস্তান জিন্দাবাদ ভালো না।’ তখন সেই সমর্থক প্রত্যুত্তরে বলেন, ‘কেন নয়? পাকিস্তান থেকে এসেছি, পাকিস্তান খেলছে, তাহলে পাকিস্তান জিন্দাবাদ না বলে কী বলব?’
এরপর সেই সমর্থক ফোন বের করে বলেন, ‘আমি একটি ভিডিও বানাব। আপনি আমাকে আনুষ্ঠানিকভাবে বলেন যে আমি পাকিস্তান জিন্দাবাদ বলতে পারব না।’ কিন্তু তখন আর উত্তর দেননি পুলিশ সদস্য। এরপর সমর্থকটি একাধিকবার সেই পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে কথা বলতে বলার পরও মুখ খোলেননি সেই সদস্য। একপর্যায়ে তিনি ওই জায়গা থেকে সরে যান।
সাকিবের এই পোস্টের নিচে পাকিস্তান সমর্থকদের পাশাপাশি অনেক ভারতীয় নাগরিকও এই ঘটনার প্রতিবাদ করেছেন। নেটিজেনদের অনেকেই বলছেন, নিজের দলের হয়ে স্লোগান দেওয়ার অধিকার সবার রয়েছে। এমন ঘটনা মোটেও গ্রহণযোগ্য নয়।
অবশ্য এই ম্যাচ নয় এর আগে ভারত-পাকিস্তান ম্যাচেও বাধার সমুখ্খীন হতে হয়েছিল পাকিস্তানি সমর্থকদের। সেসময় ভিসা না পাওয়া অনেকেই ভারতে আসার অনুমতি পাননি। যে তালিকায় আছেন দেশটির সাংবাদিকরাও।