আফগানিস্তানকে ২৪২ রানের চ্যালেঞ্জ জানাল শ্রীলঙ্কা
কয়েক বছর আগেও আফগানিস্তান-শ্রীলঙ্কা লড়াই ছিল একপেশে ও প্রতিদ্বন্দ্বিতাহীন। তবে সময়ের সাথে বদলেছে দৃশ্যপট। বিশ্বকাপে এবার গুরুত্বপূর্ণ এক ম্যাচে মুখোমুখি হয়ে দুদল। লড়াইটা শেষ চারের স্বপ্ন টিকিয়ে রাখার। এমন ম্যাচে আফগানিস্তানকে ২৪২ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা।
আজ সোমবার (৩০ অক্টোবর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪৯.৩ ওভারে সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৪১ রান তোলে শ্রীলঙ্কা। ব্যাট হাতে সর্বোচ্চ ৪৬ রান করেন পাথুম নিশানকা।
আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি শ্রীলঙ্কার। দলীয় ২২ রানের মাথায় দিমুথ করুণারত্নের উইকেট হারায় লঙ্কানরা। ফজল হক ফারুকীর বলে এলবিডব্লিউ হন তিনি। আউটের আগে তার ব্যাট থেকে আসে ২১ বলে ১৫ রান। এরপর কুশল মেন্ডিসকে নিয়ে দারুণ জুটি গড়েন নিশানকা।
দলীয় ৮৪ রানে ওমরজাই এর বলে উইকেটের পেছনে রহমানউল্লাহ গুরবাজের হাতে ধরা পড়েন নিশানকা। ৬০ বলে ৪৬ রান আসে তার ব্যাট থেকে। এরপর জুটি গড়েন নতুন দুই ব্যাটার কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা। এই জুটিও অবশ্য খুব বেশি বড় হয়নি। দলীয় ১৩৪ রানে ফেরেন মেন্ডিস। ৫০ বলে ৩৯ রান আসে ডানহাতি এই ব্যাটারের ব্যাট থেকে।
এরপর দ্রুতই আরও তিন উইকেট হারায় লঙ্কানরা। ১৮৫ রানের মাঝে সাত উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। তবে অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউস ও মাহিশ থিকসানার ব্যাটে স্কোরর্বোডে ২৪১ রান তোলে লঙ্কানরা।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা : ৪৯.৩ ওভারে ২৪১/১০ (নিশানকা ৪৬, করুণারত্নে ১৫, মেন্ডিস ৩৯, সামারাবিক্রমা ৩৬, আসালাঙ্কা ২২, সিলভা ১৪, ম্যাথিউস ২৩, চামিরা ১, থিকসানা ২৯, রাজিথা ৪, মধুশঙ্কা ০; মুজিব ১০-০-৩৮-২, ফারুকী ১০-১-৩৪-৪, নবীন ৬.৩-০-৪৭-০, ওমরজাই ৭-০-৩৭-১, রশিদ ১০-০-৫০-১, নবী ৬-০-৩৩-০)