চ্যাম্পিয়ন হতেই মাঠে নামবে রংপুর : সোহান
আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। হাতে আছে এক সপ্তাহ। দলগুলো নিজেদের গুছিয়ে নিচ্ছে। প্রস্তুতি শুরু করেছে রংপুর রাইডার্স। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে চলছে দলটির অনুশীলন। রংপুরে আছেন রনি তালুকদার। অনুশীলন শেষে আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হন নুরুল হাসান সোহান।
তারকায় ঠাসা দল রংপুর। সাকিব আল হাসান আছেন দলে। দেশি ক্রিকেটারদের মধ্যে রনি তালুকদার, সোহান, হাসান মাহমুদের মতো তারকারা আছেন। বিদেশিদের মধ্যে বড় নাম বাবর আজম, মোহাম্মদ নবী, নিকোলাস পুরান। ভারসাম্যপূর্ণ দল তৈরি করেছে ফ্র্যাঞ্চাইজিটি। সোহান মনে করেন, রংপুর চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গঠন করেছে।
এ প্রসঙ্গে সোহান বলেন, ‘বিপিএলটা অনেক গুরুত্বপূর্ণ। আমার কাছে ব্যক্তিগতভাবে যেমন, দলের জন্যেও। রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গড়েছে। অনেকগুলো ভালো দল আছে। তবে, আমরা মাঠে চ্যাম্পিয়ন হতেই নামব। আমার জায়গা থেকে যতটুকু অবদান রাখা যায়, ততটুকু করার সর্বোচ্চ চেষ্টা করব।’
এর আগে গতকাল বুধবার দলের আরেক তারকা রনি তালুকদার বলেন, ‘রংপুর এবার দারুণ একটি দল তৈরি করেছে। সাকিব বিশ্বসেরা ক্রিকেটার। তিনি দলে থাকা মানে ভারসাম্য তৈরি হওয়া। চ্যাম্পিয়ন হওয়ার জন্যই আমরা খেলব। আমিও সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে আছি।‘