বিপিএলে নতুন মুখের সন্ধানে বিসিবি
দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। এই টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে ক্রিকেটাররা। আসন্ন আসরে বিতর্ক এড়ানোর পাশাপাশি নতুন প্রতিভার সন্ধানে নির্বাচকরা।
আজ শনিবার (১৩ জানুয়ারি) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন,‘আমাদের এখনও বেশকিছু জায়গায় ঘাটতি আছে। আমাদের দলে ডেভিড মিলার কিংবা হেনরিখ ক্লাসেনের মতো হার্ডহিটার ব্যাটার নেই, যারা হাই স্ট্রাইকরেটে ব্যাটিং করতে পারে। প্রতি বিপিএলে আমরা ২-৩ জনকে নতুন পাই। এবারও যদি নতুন কিছু ক্রিকেটার খুঁজে বের করতে পারলে বিশ্বকাপের জন্য ভালো হবে।’
এছাড়াও বিপিএলের উইকেট প্রসঙ্গে সুমন বলেন,‘জানুয়ারি মাসে যেহেতু শীত থাকে, তাই কন্ডিশনটা কিছুটা কঠিন হয় ব্যাটারদের জন্য। পাশাপাশি সবসময় ভালো মানের উইকেট পাওয়া যায় না। আমরা যদি বিশ্বকাপের আদলে ওইরকম উইকেট প্রোভাইড করতে পারি, তাহলে সেটা আমাদের জন্য কাজে দেবে।’
আগামী ১৯ জানুয়ারি মাঠে গড়াচ্ছে এবারের বিপিএল। ফাইনাল অনুষ্ঠিত হবে ১ মার্চ। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকা। সাত দলের এই টুর্নামেন্টে ফাইনাল পর্যন্ত মোট ম্যাচ সংখ্যা ৪৬টি। ডিআরএস ছাড়াও অত্যাধুনিক সব প্রযুক্তির ব্যবহার দেখা যাবে এবারের আসরে।