আগামী বিপিএল থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত কুমিল্লার
বিপিএলের অন্যতম সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এখন পর্যন্ত ছয়টি আসরে অংশ নিয়ে চারটিতেই শিরোপা জিতেছে ফ্র্যাঞ্চাইজিটি। দল ধারাবাহিক সাফল্য পেলেও চরম হতাশ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্বত্ত্বাধিকারী নাফিসা কামাল। আগামী বিপিএলে অংশগ্রহণ না করার ইঙ্গিতও দিয়ে রাখলেন তিনি।
গতকাল মঙ্গলবার (১৬ জানুয়ারি) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিপিএল প্রসঙ্গে নাফিসা বলেন, ‘প্রতি বছর বিপিএলে দল চালাতে আমাদেরকে স্পন্সর পেতে হয়, আর্থিক দিকগুলি ঠিক রাখতে হয়। আমাদের টাকাটা তো আনতে হবে। নিজেদের পকেট থেকে তো পুরো বিপিএল চালাতে পারব না। এটা খুব মিথ্যা হবে যদি আমি বলি যে, আমাদের পকেট থেকে পুরো বিপিএল চালাচ্ছি। এটা সম্ভবই নয়’।
নাফিসা আরও যোগ করেন,‘বিপিএল শেষ হওয়ার পর যখন হিসাব করি, স্পন্সর থেকে যে টাকাটা আসে আর আমি যে খরচটা করি, খুব ভালো হয় যদি দুটি মিলে যায়, সমান সমান যদি হয়। আমাদের দল কিন্তু আমাদের পকেট থেকে হচ্ছে না, পুরো স্পন্সর-বেজড। সামনে যদি স্পন্সর না পাই, তাহলে বিপিএল করব না। কারণ পকেট থেকে খরচ করে বিপিএল করার তো মানেই হয় না ‘
আইপিএল, পিএসএলের মতো বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি লিগে নেই রাজস্ব বণ্টনের কাঠামো। যা নিয়ে নাখোশ নাফিসা। এই বিষয়ে নাফিসা বলেন,‘ আমি আগামী বছর বিপিএল করব কী না, নিশ্চিত নই। আমার মনে হয় না এখন যেভাবে হচ্ছে, আমার পক্ষে চালিয়ে যাওয়া সম্ভব। গত বছর চ্যাম্পিয়ন হওয়ার পর আমি এটাই অনুরোধ করেছিলাম যে, একটা মিটিং করতে চাই বিসিবির সঙ্গে। মিটিং হলে সব ফ্র্যাঞ্চাইজি বসবে, সবাইকে সমান সম্মান দেওয়া উচিত। সবাই বিনিয়োগ করছে। কেউ শখে আসে না।’