কেন বেটিং সাইটের সঙ্গে চুক্তি সম্ভব নয়, জানাল বিপিএল কমিটি
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হবে আগামীকাল শুক্রবার (১৯ জানুয়ারি) থেকে। এর আগে গতকাল বুধবার (১৭ জানুয়ারি) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামাল কথা বলেন লভ্যাংশ বণ্টন নিয়ে। বিপিএল কমিটি কোনো দলকে লভ্যাংশ দেয় না, এমন হলে পরের আসরে হয়তো খেলবে না কুমিল্লা। এ ছাড়া, স্পন্সরশিপ, বিপিএলের লাভ-লোকসান নিয়ে কথা হয় প্রতি আসরেই।
এসব ব্যাপারে আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সংবাদ সম্মেলন করে বিপিএল গভর্নিং কমিটি। সেখানে উপস্থিত ছিলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ইসমাইল হায়দার মল্লিক। ছিলেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী।
বিপিএলের লাভ-লোকসান ও বাইরের স্পন্সর আনা নিয়ে কথা বলেন ইসমাইল হায়দার। বিশেষত, বেটিং সাইটকে কেন স্পন্সর হিসেবে নেওয়া হয় না, সেটি নিয়ে বিসিবির পরিচালক জানান, বোর্ড থেকে তাদের কিছু নির্দেশনা দেওয়া আছে। তবে, বেটিং সাইটকে রাখলে বিপিএলের লাভ বেশি হতো।
বিসিবির এই পরিচালক বলেন, ‘বেটিং সাইটের সাথে চুক্তি করে আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। গত বিপিএলেই আমরা মিডিয়া রাইটস থেকে আরও ১০ কোটি টাকা বেশি পেতে পারতাম, যদি বেটিং সাইটের সঙ্গে চুক্তি থাকত। বাইরের প্রতিষ্ঠান যদি প্রপার কর্পোরেট না হয় তাহলে আমরা চুক্তি করি না। বোর্ড থেকে নির্দেশনা আছে, এমন কিছু যেন না করি, যাতে টুর্নামেন্ট নিয়ে বিতর্ক তৈরি হয়।’