বিপিএলের উদ্বোধনী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে কুমিল্লা
নানা আলোচনা-সমালোচনা পেছনে ফেলে অবশেষে মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) দশম আসর। উদ্বোধনী ম্যাচেই মাঠে নেমেছে গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকা। নিজেদের প্রথম ম্যাচে টস জিতে কুমিল্লার বিপক্ষে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক ঢাকা।
আজ শুক্রবার (১৯ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দুর্দান্ত ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।
দেশ-বিদেশের নামি তারকাদের দলে ভিড়িয়েছে কুমিল্লা। লিটন-কায়েসের পাশাপাশি তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমানের মতো তারকা খেলোয়াড়রা আছেন এই দলে। বিদেশিদের মধ্যে আন্দ্রে রাসেল, সুনিল নারিন, জনসন চার্লসদের নিয়ে পাওয়ারপ্যাক ক্যারিবিয়ানরা তৈরি প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতে। কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কৌশল আর মাঠে ক্রিকেটারদের ছন্দ কুমিল্লার বড় শক্তি।
এদিকে তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, শরিফুল ইসলামরাও পরীক্ষিত। তাদের নিয়েই দুর্দান্ত ঢাকা ছক কষছে দুর্দান্ত কিছু করার। বিদেশিদের মধ্যে লাহিরু সামারাকুন, সাদিরা সামারাবিক্রমা হতে পারেন এক্স ফ্যাক্টর। কোচ হিসেবে অভিজ্ঞ খালেদ মাহমুদ সুজন তো আছেনই ঢাকার ছায়া হয়ে। যদিও নতুন নামে ঢাকা কেমন করে শুরুটা সেটাই দেখার অপেক্ষা!