বিপিএলে খেলার অনুমতি পেলেন না একাধিক পাকিস্তানি ক্রিকেটার
কুমিল্লা ভিক্টোরিয়ান্স-দুর্দান্ত ঢাকা ম্যাচ দিয়ে পর্দা উঠল বিপিএলের দশম আসরের। প্রতিবারের মতো এবারও সুযোগ পেয়েছেন অনেক পাকিস্তানি ক্রিকেটার। এদের মধ্যে অনেকেই আবার বিপিএলের দলগুলোর সঙ্গে চুক্তিবদ্ধ হলেও খেলতে পারবেন না। কারণ, পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্র পাননি তারা। যে তালিকায় আছে ফখর জামান, ইফতিখার আহমেদ ও মোহাম্মদ হারিসের মতো তারকারা।
গতকাল বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) পিসিবির এক বিবৃতিতে জানানো হয়, ফখর, ইফতিখার ও হারিসদের অনাপত্তিপত্র দেওয়া হয়নি। ফখর ফরচুন বরিশাল, ইফতিখার কুমিল্লা ভিক্টোরিয়ানস এবং হারিস চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সঙ্গে চুক্তিবদ্ধ আছেন। এই তিন ক্রিকেটার ছাড়াও চোট থেকে সেরে ওঠা নাসিম শাহ ও মোহাম্মদ হাসনাইনকে আসন্ন পিএসএল ও টি–টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে অনাপত্তিপত্র দেওয়া হয়নি।
অবশ্য, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানদের বিপিএল খেলার অনুমতি দিয়েছে বোর্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টি–টোয়েন্টি সিরিজ শেষ করে বাংলাদেশে আসার কথা এ দুজনের।
পিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটারদের বছরে তিনটি লিগের খেলার অনুমতি দেওয়া হবে। সেই হিসেবে গত জুলাইতেই তিনটি লিগের খেলার কোটা পূরণ হয়েছে ফখর-ইফতিখারদের।