চট্টগ্রামকে হারিয়ে খুলনার উড়ন্ত শুরু
বোলিং দিয়ে কাজটা আগেই সহজ করে রেখেছিল খুলনা টাইগার্স। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে আটকে দিয়েছিল মাত্র ১২১ রানে। টি-টোয়েন্টিতে এই মামুলি লক্ষ্য তাড়া করতে খুব একটা সমস্যায় পড়তে হয়নি খুলনার। ১০ বল হাতে রেখে সহজেই জয়ের বন্দরে চলে যায় এনামুল হক বিজয়ের দল।
বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে খুলনার জয় ৪ উইকেটে। প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করা চট্টগ্রাম দ্বিতীয় ম্যাচেই পেল হারের তিক্ত স্বাদ।
আজ শনিবার (২০ জানুয়ারি) আগে ব্যাট করতে নেমে ১২১ রানে থামে চট্টগ্রাম। এই রান তাড়া করতে নেমে শুরুটা নড়বড়ে হয় খুলনার। দলীয় ৩২ রানেই হারিয়ে ফেলে তিন টপ অর্ডার ব্যাটারকে। সেখান থেকে মাহমুদুল হাসান জয়ের ৩৯ রান ও আফিফ হোসেনের ২৬ রানে চড়ে পথ খুঁজে পায় খুলনা।
শেষ দিকে ফাহিম আশরাফের ১৫ রানও ভূমিকা রাখে বেশ। ব্যাটারদের ছোট ছোট ইনিংসে চড়ে ১৮.২ ওভারে জয়ের নাগাল পেয়ে যায় খুলনা।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে মাত্র ৯ রানে ২ উইকেট হারানোর পর ধীরগতিতে এগোতে থাকে চট্টগ্রাম। হাল ধরতে পারেননি প্রথম দিন ম্যাচ উইনিং ফিফটি হাঁকানো নাজিবুল্লাহ জাদরান (২৪) ও শাহাদাত হোসেন দিপু (২)।
শেষ দিকে ৪০ রান করে কোনো মতে ১০০ পার করেন শহিদুল ইসলাম। তিনিও সঙ্গী হিসেবে পাননি কাউকে। শহিদুল-জাদরান ছাড়া দুই অঙ্কের ঘর পেরোতে পেরেছেন একমাত্র তানজীদ হাসান তামিম। ১৯ রান আসে তার ব্যাট থেকে। আর কোনো ব্যাটার দেখেননি দুই অঙ্কের মুখ। তাতে অল্পতে আটকে যায় চট্টগ্রাম।
মাত্র ১২ রান দিয়ে ৪ উইকেট নেন নাহিদুল। ফাহিম আশরাফের ঝুলিতে জমা হয় ৩ উইকেট। ২ উইকেট নেন ওশান থমাস। ১ উইকেটের দেখা পান নাসুম আহমেদ।