থুতনিতে ২২ সেলাই, তবুও খেলবেন চট্টগ্রামের বিদেশি তারকা!
ম্যাচের সবে শুরু তখন। টস হেরে ব্যাটিংয়ে নামে দুর্দান্ত ঢাকা। দলটির হয়ে ওপেন করেন দানুশকা গুনাথিলাকা। কিন্তু ইনিংসের তৃতীয় বলেই হয়ে যায় এলোমেলো। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বোলার আল আমিনের বল ব্যাট হয়ে আঘাত করে গুনাথিলাকার থুতনিতে। সঙ্গে সঙ্গে রক্ত ঝরতে থাকে। মাঠ ছেড়ে যান গুনাথিলাকা।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে আজ সোমবার (২২ জানুয়ারি) বিপিএলের প্রথম ম্যাচের শুরুতে এই আঘাতে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন গুনাথিলাকা। সঙ্গে সঙ্গে তাকে নেওয়া হয় রাজধানীর একটি হাসপাতালে।
তাৎক্ষণিক চিকিৎসায় ২২টি সেলাই লেগেছে গুনাথিলাকার। ঢাকা বনাম চট্টগ্রামের ম্যাচ শেষে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সৈকত বলেন, ‘তার ২০-২২টি সেলাই লেগেছে। হাসপাতাল থেকে মাঠে এসেছে। কথা বলছে। আশা করি পরের ম্যাচ খেলতে পারবে।’
একই কথা বলেছেন ঢাকার মিডিয়া ম্যানেজারও। তিনি জানান, পরের ম্যাচে ২২ সেলাই লাগা গুনাথিলাকা মাঠে নামতে পারেন।
ম্যাচটিতে গুনাথিলাকা ৯ বলে ১ রান করে সাজঘরে ফেরেন রিটায়ার্ড হার্ট হয়ে। তার পরিবর্তে কনকাশন বদলি হিসেবে মাঠে নামেন লাসিথ ক্রুসপুল। ১৫ জনের মধ্যে না থাকায় তার বদলি হিসেবে নামা নিয়ে রয়েছে বিতর্ক।
এই ক্রুসপুলের ব্যাটে ভর করে ঢাকা ১৩৭ রানের পুঁজি পায়। ক্রুসপুল ৩১ বলে করেন ৪৬ রান। তবে এই রান দিয়ে নিজেদের হার ঠেকাতে পারেনি ঢাকা। রান তাড়া করতে নেমে চট্টগ্রাম ৬ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে।
জয় দিয়ে শুরু করা চট্টগ্রাম দ্বিতীয় ম্যাচে হেরেছিল খুলনা টাইগার্সের কাছে। এবার তৃতীয় ম্যাচে এসে ফের জয়ে ফিরল। এই নিয়ে তিন ম্যাচে তাদের জয় দুটিতে, একটিতে হার। অন্যদিকে জয় দিয়ে শুরু করেছিল ঢাকা। প্রথম ম্যাচে জিতেছিল শক্তিশালী কুমিল্লার বিপক্ষে। সেই ঢাকা আজ হেরে গেল চট্টগ্রামের কাছে।