সিলেট পর্বের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে রংপুর
বিপিএলের প্রথম পর্বের লড়াই শেষ। আজ শুক্রবার থেকে শুরু দ্বিতীয় পর্বের খেলা। যা গড়িয়েছে চায়ের দেশ সিলেটে। এই পর্বের প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছে ছন্দে থাকা খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটিতে খুলনার বিপক্ষে টসে জিতে আগে ফিল্ডিং নিয়েছে সাকিব আল হাসানের রংপুর।
বিপিএলের গত আসরে চার দিনে ৮টি ম্যাচ হয়েছিল সিলেটে। এবার সেই সংখ্যাটি বেড়েছে। আজ থেকে শুরু হয়ে ছয় দিনে এবার হবে ১২টি ম্যাচ। যার শেষটি হবে আগামী ৩ ফেব্রুয়ারি।
তবে, লড়াই শুরুর আগেই সিলেট ভক্তদের উন্মাদনা আকাশ ছুঁয়েছে। স্টেডিয়ামের ফটকগুলোর সামনে টিকেট বিক্রির বিশাল লাইন। শহরের নানা জায়গায় ব্যানার-ফেস্টুন। স্টেডিয়াম প্রাঙ্গনে স্কাই বেলুন, ফ্লাডলাইটের ওপরের দিকে লাগানো বড় বড় ব্যানার। সবমিলিয়ে বুঝা যাচ্ছে যে—সিলেটেও লেগেছে বিপিএলের রং।
নিজেদের ভেন্যুতে আজ দিনের দ্বিতীয় ম্যাচেই মাঠে নামবে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। এখন পর্যন্ত জয় না দেখা সিলেট সেই ম্যাচে মুখোমুখি হবে শক্তিশালী কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। সেই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।
তার আগে প্রথম ম্যাচের দুদলই আছে ছন্দে। টেবিলের এক নম্বরে থাকা খুলনা দুটি ম্যাচ ঢাকা পর্বে খেলেছে। দুটিতেই তারা জিতে আছে শীর্ষে। অন্যদিকে এক ম্যাচ বেশি খেলা রংপুরের জয় দুটিতে, হার একটিতে। দুদলই জয়ের সুভাস নিয়ে পা রেখেছে চায়ের দেশে। এবার সেই ছন্দ ধরে রাখতে পারে কোন দল সেটাই দেখার অপেক্ষা!