সিলেটের বিপক্ষে লিটনদের স্বল্প পুঁজি
ঢাকা পর্বের বিরতি শেষে সিলেটে শুরু হয়েছে বিপিএলের দ্বিতীয় পর্ব। প্রথম দিনই মুখোমুখি গতবারের দুই ফাইনালিস্ট কুমিল্লা-সিলেট। যদিও ব্যাটিং ব্যর্থতায় সিলেটের বিপক্ষে শক্ত পুঁজি গড়তে ব্যর্থ লিটনের কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
আজ শুক্রবার (২৬ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে আট উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৩০ রান তোলে কুমিল্লা। ব্যাট হাতে সর্বোচ্চ ৩০ রান করেন ইমরুল কায়েস।
আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো করতে পারেনি কুমিল্লা। প্রথম ওভারেই অধিনায়ক লিটন দাসের উইকেট হারায় দলটি। বেন কাটিংয়ের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন লিটন। আউটের আগে তার ব্যাট থেকে আসে আট রান।
শুরুর ধাক্কা সামলে মোহাম্মদ রিজওয়ান ও ইমরুল কায়েসের ব্যাটে ঘুরে দাঁড়ায় কুমিল্লা। ৪৭ রানের জুটি গড়েন এই দুইজন। তবে, পাওয়ার প্লের পরেই রিজওয়ান-কায়েসের উইকেট হারায় দলটি। সামিত প্যাটেলের ঘূর্ণিতে সাজঘরে ফেরেন এই দুই ব্যাটার। কায়েস ৩০ ও ১৪ রান করেন রিজওয়ান।
এরপর মাত্র দশ রানের ব্যবধানে বিদায় নেন দুই ব্যাটার তাওহিদ হৃদয় ও রস্টন চেজ। সবমিলিয়ে দলীয় ৭৪ রানের মাথায় পাঁচ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে কুমিল্লা। জাকের আলি ও খুশদিল শাহের ব্যাটে সেই চাপ সামাল দেয় গতবারের চ্যাম্পিয়নরা।
তবে, দলীয় ১১৩ রানে খুশদিলের বিদায়ে ফের ধাক্কা খায় কুমিল্লা। ২২ বলে ২১ রান করে সাজঘরে ফেরেন এই ব্যাটার। এরপর বাকি ব্যাটাররা চেষ্টা করেও বেশিদূর যেতে পারেননি।
সংক্ষিপ্ত স্কোর :
কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ২০ ওভারে ১৩০/৮ (লিটন ৮, রিজওয়ান ১৪, কায়েস ৩০, হৃদয় ৯, চেজ ২, জাকের ২৯, খুশদিল ২১, ম্যাথিউ ২, তানভীর ৩, আল ইসলাম ০; কাটিং ১-০-১০-১, সাকিব ৪-০-২৯-১, রিচার্ড ৪-০-২৫-২, রাজা ৩-১-২৪-০, সামিত ৪-০-১৬-৩, মাশরাফী ৪-০-১৯-০)