প্রথম ওয়ানডে জিততে বাংলাদেশের চাই ২৫৬
চলতি বছর বাংলাদেশের প্রথম ওয়ানডে এটি। একদিনের ক্রিকেটে বাংলাদেশের উন্নতি চোখে পড়ার মতো। গত বছর ওয়ানডে বিশ্বকাপ ব্যর্থতার পর নিউজিল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে। লক্ষ্য এখন শ্রীলঙ্কা। ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ বুধবার (১৩ মার্চ) মাঠে নেমেছে বাংলাদেশ। টস হেরে বোলিং করা স্বাগতিকদের সামনে জয়ের জন্য ২৫৬ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেন লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। ৫০ ওভারে ১০ উইকেট হারিয়ে ২৫৫ রান তোলে সফরকারীরা।
সাগরিকার উইকেট বরাবরই ব্যাটিংবান্ধব। দুই ওপেনার আভিস্কা ফার্নান্দো ও পাথুম নিশাঙ্কার ব্যাটে শুরুটা ভালোই করে লঙ্কানরা। তাদের ওপেনিং জুটি ভয়ংকর হয়ে উঠছিল। এই জুটি তোলে ৭১ রান। অবশেষে জমে যাওয়া জুটি ভেঙে বাংলাদেশকে স্বস্তি এনে দেন তানজিম হাসান সাকিব। দশম ওভারে ফার্নান্দোকে নিজের শিকার বানান সাকিব। ৩৩ বলে ৩৩ রান করে সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন এই লঙ্কান ওপেনার। আভিস্কার পর আরেক ওপেনার নিশাঙ্কাকে বিদায় করেন বাংলাদেশি পেসার। ২৮ বলে ৩৬ রান করে মুশফিকুর রহিমের তালুবন্দি হন নিশাঙ্কা।
শ্রীলঙ্কার তৃতীয় উইকেটও পান ডানহাতি পেসার সাকিব। এবার তার শিকার সাদিরা সামারাবিক্রমা। উইকেটের পেছনে ডানদিকে ঝাঁপিয়ে দারুণ এক ক্যাচ নেন মুশফিক। ৮৪ রানে তিন উইকেট হারানো লঙ্কানদের হাল ধরেন অধিনায়ক মেন্ডিস। ৭৫ বলে ৫৯ রানের ইনিংসে দলের ভিত তৈরি করে দেন। তাকে আর আগাতে দেননি তাসকিন আহমেদ। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ক্যাচে পরিণত করে মেন্ডিসকে সাজঘরে ফেরান তাসকিন। চারিথ আসালাঙ্কা বোল্ড হন মেহেদী হাসান মিরাজের বলে।
শ্রীলঙ্কার রানের চাকা শ্লথ করার পেছনে তাসকিনের অবদান আছে। ওয়ানিন্দু হাসারাঙা ও মাহিশ থিকসানাকে পরপর ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের দিকে টেনে নেন তাসকিন। শেষ দিকে লঙ্কানদের হয়ে বুক চিতিয়ে লড়েছেন জানিথ লিয়ানাগে। মিডল অর্ডার এই ব্যাটারের ব্যাট থেকে আসে ৬৯ বলে অপরাজিত ৬৭ রান। তার লড়াইয়েই মূলত ভালো পুঁজি পায় শ্রীলঙ্কা।
বাংলাদেশের পক্ষে তিনটি করে উইকেট নেন তাসকিন, শরিফুল ইসলাম ও তানজিম সাকিব। এক উইকেট নেন মেহেদী হাসান মিরাজ।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা : ৪৮.৫ ওভারে ২৫৫/১০ (নিশাঙ্কা ৩৬, ফার্নান্দো ৩৩, মেন্ডিস ৫৯, সাদিরা ৩, আসালাঙ্কা ১৮, লিয়ানাগে ৬৭, হাসারাঙা ১৩, থিকসানা ১, মাদুশান ৮, লাহিরু ৫, দিলশান ০; শরিফুল ৯.৫-১-৫১-৩ , তাসকিন ১০-০-৬০-৩ , সাকিব ৮.৪-০-৪৪-৩, তাইজুল ৮-০-৫৪-০, মিরাজ ১০-১-৩৩-১, সৌম্য ২.২-০-১১-০ )।