মাহমুদউল্লাহর বিদায়ে ফের বিপদে বাংলাদেশ
স্কোরবোর্ডে বাংলাদেশের রান তখন মোটে ২৩। ততক্ষণে নেই তিন উইকেট। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে টপ অর্ডার। আড়াই পেরোনো সংগ্রহের পিছু ছুটতে গিয়ে মনে হচ্ছিল তাড়াহুড়ো করছে স্বাগতিক বাংলাদেশ। তবে, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মাহমুদউল্লাহর ব্যাটে ফিরেছে স্বস্তি। দেখেশুনে শ্রীলঙ্কার বোলারদের মোকাবিলা করছেন দুজন। ইতোমধ্যে এই জুটিতে এসেছে ৭০ এর বেশি রান। ব্যক্তিগত সংগ্রহ ৩০ ছাড়িয়েছে শান্ত-মাহমুদউল্লাহ দুজনেরই। দলীয় সংগ্রহ পার হয়েছে ৯০ এর ঘর। তখনই আঘাত হানেন লাহিরু কুমারা। তার বলে দিলশান মাদুশাঙ্কার বলে ক্যাচ দিয়ে ফেরেন মাহমুদউল্লাহ। ৩৭ বলে ৩৭ রান করেন তিনি।
রান তাড়ায় বিপর্যয়ে বাংলাদেশ
চট্টগ্রামে রান তাড়ায় লিটন দাসকে হারানোর পর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। ডানহাতি ওপেনারের পর হারিয়েছে সৌম্য সরকারকেও। এরপর বিদায় নিয়েছেন তাওহিদ। দলীয় ২৩ রানে তিন উইকেট হারানোর পর ভয়ংকর বিপর্যয়ে বাংলাদেশ।
লিটনের বিদায়ে বাংলাদেশের নড়বড়ে শুরু
লক্ষ্য টা খুব বড় নয়। জিততে হলে বাংলাদেশকে করতে হবে ২৫৬ রান। ওয়ানডে ক্রিকেটের বেলায় যেটা মামুলিই বলা চলে। তার ওপর বোনাস চট্টগ্রামের ব্যাটিং উইকেট। কিন্তু এমন উইকেটে রান তাড়ায় নেমে শুরুতেই বিপাকে বাংলাদেশ। শ্রীলঙ্কার রানের জবাব দিতে নেমে শুরুতেই লিটন দাসকে হারিয়েছে লাল-সবুজের দল।
বাংলাদেশের ইনিংস শুরুর বলেই গোল্ডেন ডাকে ফেরেন লিটন দাস। দলের গুরুত্বপূর্ণ ব্যাটারকে হারিয়ে শুরুটা নড়বড়ে হলো বাংলাদেশের।
প্রথম ওয়ানডে জিততে বাংলাদেশের চাই ২৫৬
চলতি বছর বাংলাদেশের প্রথম ওয়ানডে এটি। একদিনের ক্রিকেটে বাংলাদেশের উন্নতি চোখে পড়ার মতো। গত বছর ওয়ানডে বিশ্বকাপ ব্যর্থতার পর নিউজিল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে। লক্ষ্য এখন শ্রীলঙ্কা। ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ বুধবার (১৩ মার্চ) মাঠে নেমেছে বাংলাদেশ। টস হেরে বোলিং করা স্বাগতিকদের সামনে জয়ের জন্য ২৫৬ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেন লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। ৪৮.৫ ওভারে ১০ উইকেট হারিয়ে ২৫৫ রান তোলে সফরকারীরা।