পারফর্ম করেই লিটনকে ফিরতে হবে : মিরাজ
টানা ব্যর্থতায় দল থেকে বাদ পড়েছেন লিটন দাস। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ দুই ওয়ানডেতেই শূন্য রানে সাজঘরে ফিরেছেন তিনি। ওপেনারের কাছ থেকে এমন শুরু দলকে বিপদে ফেলে দেয়। সার্বিক বিবেচনায় লঙ্কানদের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের দল থেকে বাদ দেওয়া হয়েছে লিটনকে। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন জাকের আলী অনিক।
তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে জিতেছে বাংলাদেশ, দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা। সিরিজে এখন ১-১-এ সমতা। শেষ ওয়ানডে তাই পরিণত হয়েছে অলিখিত ফাইনালে। দল নিয়ে ঝুঁকি না নিয়ে ছন্দে থাকা জাকেরকে নেওয়া হয়েছে লিটনের পরিবর্তে।
লিটনের ওয়ানডে থেকে বাদ পড়া নিয়ে কথা বলেছেন মেহেদী হাসান মিরাজ। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আজ রোববার (১৭ মার্চ) এই অলরাউন্ডার কথা বলেন ম্যাচ নিয়ে। এর মধ্যে আসে লিটনের বাদ পড়ার ব্যাপার। মিরাজ জানান, লিটন আবার ফিরে আসবে। তার সেই সামর্থ্য আছে।
মিরাজ বলেন, ‘লিটন অনেক ভালো ভালো ইনিংস খেলেছেন। তিনি বাদ পড়েছেন, বিষয়টি এমন না। তিনি আবার ফিরে আসতে পারবেন। তার মধ্যে সে সামর্থ্য আছে। আমরা জানি, তিনি কোন মাপের খেলোয়াড়। এখন হয়তো একটু অফফর্মে আছেন, আবার ফিরে আসবেন বলেই আমি বিশ্বাস করি। আর জাতীয় দলে কেউ অটো চয়েস না। ভালো খেললে থাকবে, খারাপ খেললে পারফর্ম করে ফিরতে হবে।’