টস জিতে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রথম টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে বাংলাদেশি বোলাররা ভালোই করেছিলেন। ব্যাটিং ব্যর্থতায় সেটি ধরে রাখতে পারেনি বাংলার নারীরা। এক নিগার সুলতানা জ্যোতি ছাড়া কেউই দাঁড়াতে পারেননি ভারতের বিপক্ষে। ফলে, হারতে হয় ম্যাচ।
পরাজয়কে সঙ্গী করে জয়ের আশায় আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। স্বর্ণা আক্তারের পরিবর্তে রিতু মনি এসেছেন একাদশে।
প্রথশ ম্যাচের হতাশা কাটিয়ে আজ ভালো কিছুর প্রত্যয় বাংলাদেশের। টসের পর অধিনায়ক জ্যোতি বলেন, “প্রথম ম্যাচে আমাদের বোলাররা ভালো করেছেন। ব্যাটিংটা ঠিকঠাক হয়নি। আজ আশা করি ব্যাটাররা নিজেদের দায়িত্ব পালন করবে ঠিকঠাক। সবাই সবার জায়গা থেকে ইফোর্ট দিলে ম্যাচ জেতার সম্ভাবনা থাকে।”
সিলেটের পিচ স্পোর্টিং। এখানে ব্যাটার ও বোলার সবাই যথেষ্ট পারফর্ম করার সুযোগ পান। সেটি কাজে লাগানোর চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে।