বাংলাদেশের বিশ্বকাপ দলে কারা, জানেন না মাশরাফী
বহু প্রতীক্ষার পর ঘোষিত হয়েছিল বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল। দল ঘোষণার পর সেটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলেছে কাটাছেঁড়া। অন্যান্য বারের তুলনায় এবারের দল নিয়ে সমালোচনা কমই হয়েছে বলা চলে। সামর্থ্যের মধ্যে সেরা দলটাকেই বিশ্বকাপে পাঠিয়েছেন নির্বাচকরা।
তবে, বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে কারা আছেন তা জানা নেই মাশরাফী বিন মোর্ত্তজার। সাবেক অধিনায়ক এখনও পুরো দলটাই না কি দেখেননি। বিষয়টি অন্য কেউ নন, জানিয়েছেন খোদ মাশরাফী। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সবাইকে অবাক করে জানান, এখনও পুরো দল দেখিনি।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাপ কাবাডির চতুর্থ আসর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আজ সোমবার (২০ মে) অতিথি হিসেবে উপস্থিত হন মাশরাফী। অনুষ্ঠান শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানেই বললেন এ কথা। মাশরাফী বলেন, ‘দল কেমন হয়েছে তা বলতে পারব না। আমি এখনও পুরো দল দেখিনি। সোশ্যাল মিডিয়ায় কয়েকজনের নাম দেখেছি। এ ছাড়া বলতে পারব না।’
স্কোয়াডে কারা আছেন সে ব্যাপারে না জানলেও নিজের প্রত্যাশার কথা জানান মাশরাফী। তিনি বলেন, ‘বাংলাদেশের সব ক্রিকেট ভক্তের মতো আমারও প্রত্যাশা ভালো কিছু হোক। আমি অবশ্যই চাইব বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে আসুক। তবে, আপনাকে বাস্তবতাও ভাবতে হবে। কেমন খেলছে সেখানে, উইকেট, কন্ডিশন— সবকিছুর ওপর নির্ভর করছে। প্রথম রাউন্ড পার করতে পারলে পরের লক্ষ্য নিয়ে বলা যাবে। ‘দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার সঙ্গে জেতা উচিত। আশা করি ভালো করবে।’