নেপালকে কাঁদিয়ে বিশ্বকাপে ডাচদের উড়ন্ত শুরু
গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে নেপালিদের জন্য উল্লাসে মেতেছিল দর্শকরা। পুরো গ্যালারি জুড়েই ছিল নেপালের সাপোর্ট। এমন হোম গ্রাউন্ডের মতো আবহ পেয়েও চমক দেখাতে পারল না হিমালয়ের কন্যা খ্যাত দেশটি। বরং বোলিং দাপটে নেপাল দর্শকদের কাঁদিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে উড়ন্ত শুরু করল নেদারল্যান্ডস।
মঙ্গলবার বিশ্বকাপের সপ্তম ম্যাচে নেপালকে ৬ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডস। দুদলেরই ছিল প্রথম ম্যাচ এটি। এতে এক দল পেল জয়ের সুখস্মৃতি। আরেক দল শুরু করল হারের তিক্ততায়।
বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে এই ম্যাচটিও যথাসময়ে গড়ায়নি। টসই হয় প্রায় ৩০ মিনিট পর। এমন দিনে টস জিতে বোলিং বেছে নেয় নেদারল্যান্ডস। আগে ব্যাটিংয়ে নেমে ১৯.২ ওভারে মাত্র ১০৬ রানে অলআউট নেপাল।
দলের হয়ে অধিনায়ক রোহিত ছাড়া কেউই পারেননি জ্বলে উঠতে। তিনি সর্বোচ্চ ৩৭ বলে ৩৫ রান করেন। বাকিরা মেতেছিলেন উইকেটে আসা-যাওয়ার মিছিলে। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান আসে কারান কেসির ব্যাট থেকে। বাকিরা সবাই ব্যর্থ।
এই ছোট লক্ষ্য জবাব দিতে নেমে নেদারল্যান্ডস ৮ বল হাতে রেখেই পেয়ে যায় জয়ের নাগাল।
দলের জয়ের ম্যাচে দারুণ ইনিংস খেলেন ওপেনার ম্যাক্স ওডাউড।
ওপেনিংয়ে নেমে ৫৪ রানের ইনিংস খেলেন এই উদ্বোধনী ব্যাটসম্যান। ৪৮ বলে ৪ চার ও ১ ছক্কায় সাজান তার ইনিংস। সঙ্গে যোগ হয় বিক্রমজিত সিংহের ২২ ও সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখটের ১৪ রানের অবদান।