ভারত-পাকিস্তান লড়াই, ধারাভাষ্যকারদের চোখে কে এগিয়ে?
ভারত-পাকিস্তান লড়াইকে ক্রিকেটের এল ক্লাসিকো বললে ভুল হবে না। দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত না হওয়অয় আইসিসি টুর্নামেন্টে বহুল প্রতীক্ষিত এই লড়াইয়ের অপেক্ষায় থাকেন ভক্তরা। ফের একবার মুখোমুখি হচ্ছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। মঞ্চটা টি-টোয়েন্টি বিশ্বকাপের। এই ম্যাচের আগে সাবেক ক্রিকেটারদের পাশাপাশি ধারাভাষ্যকাররাও বেছে নিলেন নিজেদের পছন্দের দলকে।
বিশ্বকাপের অফিশিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, এই ম্যাচের আগে নিজেদের পছন্দের দল বেছে নিয়েছেন জনপ্রিয় সব ধারাভাষ্যকাররা। এক নজরে দেখে নেওয়া যাক কে কি বলেছেন…
হরভজন সিং : ভারতের জয়ের সম্ভাবনাই বেশি। ভারতের ব্যাটিং পাকিস্তানের তুলনায় অনেক ওপরে। সেই কারণেই ভারতকে এগিয়ে রাখছি।
ওয়াসিম আকরাম : ভারত অবশ্যই ফেবারিট হিসেবে মাঠে নামবে। ভারতের ৬০% ও পাকিস্তানের ৪০% জয়ের সম্ভাবনা আছে।
নভজোত সিং সিধু : ভারতীয় দলের যে ধরণের ফর্ম আর অ্যাপ্রোচ রয়েছে, তাতে না এগিয়ে রাখার কোনো কারণ আমি দেখি না। পাশাপাশি ব্যাটারদের দুর্দান্ত ছন্দই বলে দেয় যে, ভারতের পাল্লা কতটা ভারী।
স্টিভেন স্মিথ : আমার মনে হয় ভারতই জিতবে। তবে, খেলাটা দারুণ হবে বলেই প্রত্যাশা করছি।
রমিজ রাজা : এই মুহুর্তে ভারতের পাল্লা ভারী। এই ম্যাচে তাদের নামের সঙ্গে যে ফেবারিট তকমা আছে, সেটা তাদের প্রাপ্য।
টম মুডি : আমি মনে করি ৭০% সম্ভাবনা রয়েছে ভারতের। আর ৩০% সম্ভাবনা আছে পাকিস্তানের।
পরিসংখ্যানে ভারতের চেয়ে পিছিয়ে রয়েছে পাকিস্তান। অতীতের ১২ দেখাতে ভারত জিতেছে ৯টি আর ৩টিতে জয় পেয়েছে পাকিস্তান। তবে, পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপে ভারতের যে একক আধিপত্য, তা কিন্তু নেই টি টোয়েন্টিতে।