প্রোটিয়াদের ধাক্কা দিয়ে বাংলাদেশের দারুণ শুরু
গত ম্যাচের মতোই বাংলাদেশের বোলিং ইনিংস আজও ওপেন করেন তানজিম হাসান সাকিব। প্রথম বলটা শুরু করেন ডট দিয়ে। পরের দুই বলেই খান ছক্কা-চার! পঞ্চম বলে সিঙ্গেল নিয়ে প্রান্ত বদল করেন কুইন্টন ডি কক।
উইকেটে আসেন নতুন ব্যাটার রেজা হেন্ড্রিকস। তাকে আর উড়িয়ে মারতে দেননি সাকিব। বাংলাদেশি পেসারকে মোকাবিলায় প্রথম বলেই এলবি হয়ে ফেরেন দক্ষিণ আফ্রিকান ওপেনার। প্রথম ওভারে প্রোটিয়াদের ধাক্কা দিয়ে দারুণ শুরু বাংলাদেশের। দলীয় ১১ রানে প্রথম উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে বাংলাদেশকে প্রত্যাশা বরাবরই তলানিতে। এবারও ছিল তেমনটাই। বিশেষ করে, বিশ্বকাপের আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারায় সেই প্রত্যাশা আরও ক্ষীণ হয়ে গিয়েছিল। কিন্তু বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই নতুন করে জ্বালানি খুঁজে পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে হারিয়ে ফিরে পেয়েছে আত্মবিশ্বাস। দর্শকরাও ফের আশায় স্বপ্ন বুনছে লাল-সবুজ দলকে নিয়ে।
জয়ে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশের সামনে এবার দক্ষিণ আফ্রিকা পরীক্ষা। বিশ্বকাপের ২১তম ম্যাচে আজ সোমবার (১০ জুন) প্রোটিয়াদের মুখোমুখি হয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে হেরে আগে বোলিংয়ে বাংলাদেশ। মূলত নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের মন্থর পিচে পরে ব্যাট করলে ভুগতে হয় দলগুলোকে। তাই আগে ব্যাটিংটাই বেছে নিয়েছেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম।
বাদ সৌম্য, যেমন হলো বাংলাদেশ একাদশ
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ আফ্রিকা। যাদের বিপক্ষে এখনও এই ফরম্যাটে জয়হীন বাংলাদেশ। এই হারের বৃত্ত ভাঙতে আজ প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ।
নিজেদের দ্বিতীয় ম্যাচের একাদশে এক পরিবর্তন এনেছে বাংলাদেশ। একাদশ থেকে বাদ পড়েছেন নিয়মিত হতাশ করা সৌম্য সরকার। একের পর এক সুযোগ পেয়েও নামের প্রতি সুবিচার করতে পারেননি সৌম্য। তাইতো তাকে বাদ দিয়ে জাকের আলি অনিককে বেছে নিয়েছে টিম ম্যানেজম্যান্ট।
এ ছাড়া আর কোনো পরিবর্তন নেই বাংলাদেশের। যথারীতি তিন পেসার তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজকে নিয়ে মাঠে নেমছে নাজমুল হোসেন শান্তর দল।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ, লিটন দাস, জাকের আলি, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।