সাকিবের শততম ফিফটি, বুড়িয়ে গেলেও ফুরিয়ে যাননি
সাকিব আল হাসানের দিন শেষ—এমন কথাই ভাসছিল বাতাসে। তাকে যেন খুঁজেই পাওয়া যাচ্ছিল না। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দুই ম্যাচেও ব্যাট হাতে তার অবদান মোটে ১১ রান। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ১৪ বলে আট, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার বলে তিন রান। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়েও অবনতি।
সবমিলিয়ে সময়টা সাকিবসুলভ ছিল না। তবে, প্রতিকূল পরিস্থিতিতে বরাবর ঘুরে দাঁড়ানো সাকিব আরেকবার জ্বলে উঠলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের তৃতীয় ম্যাচে আজ বৃহস্পতিবার (১৩ জুন) নেদারল্যান্ডসের বিপক্ষে মেলে ধরলেন নিজেকে। প্রায় দুই বছর এবং ২০ ইনিংস পর ফিফটির দেখা পেলেন সাকিব।
ইনিংসে মsখোমুখি হওয়া ৩৮তম বলে তুলে নেন অর্ধশতক। টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৩তম এবং বিশ্বকাপে এটি তার চতুর্থ অর্ধশতক। শেষ পর্যন্ত সাকিব অপরাজিত থাকেন ৪৬ বলে ৬৪ রানে। নিজের ইনিংসটি সাজান ৯টি চারের মারে। এতে আরও একটি মাইলফলক স্পর্শ করেন সাকিব। আন্তর্জাতিক ক্রিকেটে এটি তার শততম ফিফটি। ওয়ানডেতে ৫৬, টেস্টে ৩১ ও টি-টোয়েন্টিতে ১৩টি—মোট অর্ধশতক সংখ্যা ১০০!
সাকিবকে নিয়ে ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন, তাকে নিয়ে চিন্তা করছে না দল। অধিনায়ক অনুজকে যেন প্রত্যুত্তর দিলেন দেশসেরা অলরাউন্ডার। দলের বিপদে হাল ধরে অপরাজিত থাকেন শেষ পর্যন্ত। এমন সাকিবকেই তো দেখতে চায় সবাই।