বাংলাদেশের জয়ে কপাল পুড়ল শ্রীলঙ্কার
শ্রীলঙ্কাকে হারিয়ে এবারের বিশ্বকাপে দারুন শুরু করেছিল বাংলাদেশ। অবশ্য ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি লাল-সবুজের দল। পরের ম্যাচে হোঁচট খায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে, ঘুরে দাঁড়াতে সময় লাগেনি শান্তদের। নেদারল্যান্ডসকে হারিয়ে তুলে নেন দাপুটে জয়। এই জয়ে সুপার এইটের পথে আরও একধাপ এগিয়ে গেলেও কপাল পুড়েছে লঙ্কানদের।
‘ডি’ গ্রুপ থেকে সবার আগে সুপার এইট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের তিনটিতেই জিতেছে প্রোটিয়ারা। সবার নিচে রয়েছে লঙ্কানরা। ৩ ম্যাচে তাদের পয়েন্ট মাত্র ১। প্রথম দুই ম্যাচ হারার পর নেপালের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এই গ্রুপে নেপাল খেলেছে ২ ম্যাচ। তাদের পয়েন্টও ১।
তবে, নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের জয়ে বিদায় নিশ্চিত হয়েছে হাসারাঙ্গাদের। শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে হারালেও শেষ আটে যেতে পারবে না লঙ্কানরা। তবে, এই গ্রুপ থেকে সুপার এইটে যাওয়ার সুযোগ আছে নেপালেরও। যদি শেষ দুই ম্যাচে তারা দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে হারাতে পারে তাহলেই সুপার এইটে যেতে পারবে।
শ্রীলংকার বিদায় অবশ্য সবশেষ নেপালের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হওয়ার পরই হয়ে গিয়েছিল। এরপরও একটা আশা ছিল যদি কোনো কারণে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচটিও পরিত্যক্ত হয়। আর বাংলাদেশ তাদের শেষ ম্যাচটি নেপালের বিপক্ষে হেরে বসে। সেক্ষেত্রে শেষ ম্যাচে ডাচদের হারাতে পারলেই সুপার এইটে যাওয়ার সুযোগ পেত শ্রীলংকা। তবে তাদের কল্পনায় দেখা সেই সমীকরণটা বাস্তবে মেলেনি।