একমাত্র ক্রিকেটার হিসেবে সাকিবের বিশ্বরেকর্ড
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পদচারণা অনেক বছরের, কিন্তু ক্রিকেটবিশ্বে বাংলাদেশের প্রতিচ্ছবি সাকিব আল হাসান। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি- তিনটি ফরম্যাটেই এই অলরাউন্ডার বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন। অনেকে তাকে রেকর্ডের বরপুত্রও বলেন। সেই সাকিব এবার বিশ্বকাপে এমন এক রেকর্ড গড়লেন যা নেই বিশ্বের আর কোনও ক্রিকেটারের।
আজ শনিবার (২২ জুন) সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে টসে জিতে বোলিংয়ে নেমেছে বাংলাদেশ। বল হাতে চতুর্থ ওভারের মাথায় আঘাত হানেন সাকিব। সাজঘরে ফেরান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে। তাকে ফিরিয়ে অনন্য এক রেকর্ডও করলেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি সাকিবের ৫০তম উইকেট। প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন সাকিব।
২০০৭ সালের উদ্বোধনী টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলেছিলেন সাকিব। এরপর সবগুলো আসরে অংশ নিয়ে অনন্য রেকর্ড গড়েছেন তিনি। আগের সব আসর মিলিয়ে ৪৭ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন সাকিব। এবারের বিশ্বকাপে তাই লক্ষ্য ছিল প্রথম বোলার হিসেবে ৫০ উইকেট ছোঁয়া।
যদিও এবারের বিশ্বকাপে অবশ্য বল হাতে সময়টা ভালো যাচ্ছে না সাকিবের। নেপালের বিপক্ষে ২ উইকেট ছাড়া আর কোন ম্যাচেই উইকেট পাননি তিনি। আগের ম্যাচে অসিদের বিপক্ষে বোলিংও করেননি তিনি। ভারতের বিপক্ষে অবশ্য দ্বিতীয় ওভারেই তাকে বোলিংয়ে আনেন শান্ত। ভারতের বিপক্ষে বোলিংয়ে এসে প্রথম ওভারে সাফল্য না পেলেও দ্বিতীয় ওভারে রোহিতকে ফিরিয়েছেন সাকিব। আর এতেই প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন তিনি।