পিছিয়ে পড়েও আর্জেন্টিনার ড্র
আনুষ্ঠানিকভাবে প্যারিস অলিম্পিক শুরু হতে এখন দুদিন বাকি। এর আগেই আজ বুধবার (২৪ জুলাই) থেকে শুরু হয়েছে অলিম্পিকের ফুটবল ইভেন্টের খেলা। প্রথম দিনে মাঠে নেমেছে আর্জেন্টিনা। পিছিয়ে পড়েও মরক্কোর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আর্জেন্টিনা।
ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলে মরক্কো। আর্জেন্টিনার বড়রা বিশ্বকাপ ও কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন হলেও যুবারা (অলিম্পিকে অনূর্ধ্ব-২৩ দল অংশ নেয়) সেভাবে মেলে ধরতে পারেনি নিজেদের। সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের প্রথমার্ধে এগিয়ে যায় মরক্কো। ৪৫ মিনিটের পর যোগ করা দ্বিতীয় মিনিটে গোল করেন দলটির ফুটবলার সোফিয়ান রাহিমি। লিড নিয়ে বিরতিতে যায় তারা।
বিরতির পর ফিরে এসে আবারও আর্জেন্টিনার জালে বল জড়ায় মরক্কো। পেনাল্টি থেকে দলের ও নিজের দ্বিতীয় গোলটি করেন রাহিমি। দুই গোলে এগিয়ে যাওয়া মরক্কানরা এরপর কিছুটা গুটিয়ে নেয় নিজেদের। ঠিক রাখে রক্ষণ। যদিও, শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি।
ম্যাচের ৬৮ মিনিটে আর্জেন্টিনার পক্ষে গোল করেব গুইলিয়ানো সিমিওনে। ব্যবধান কমানো আলবিসেলেস্তেরা এরপর একাধিক আক্রমণ করে। ৯০ মিনিট পার করে অতিরিক্ত সময়ের শেষদিকে পায় কাঙ্খিত গোলের দেখা। ক্রিস্টিয়ান মেদিনার গোলে সমতা ফেরায় আর্জেন্টিনা। ম্যাচও শেষ হয় ২-২ সমতায়।