সিটিকে হারিয়ে শীর্ষস্থান মজবুত লিভারপুলের
দুঃসময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির। সবধরনের প্রতিযোগিতা মিলে সাত ম্যাচ ধরে জয়হীন সিটিজেনরা। এবার লিভাপুলের কাছেও হারের তিক্ত স্বাদ পেল ইংলিশ প্রিমিয়ার লিগের টানা চারবারের চ্যাম্পিয়নরা। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে দারুণ জয়ে পয়েন্ট টেবিলে আধিপত্য ধরে রাখল অল রেডরা।
গতকাল রোববার (১ ডিসেম্বর) অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচটি ২-০ গোলে জিতেছে আর্না স্লটের দল। কোডি হাকপো স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান মোহাম্মদ সালাহ।
শুরু থেকেই সিটিকে চাপে রাখে লিভারপুল। যার ফলস্বরুপ ম্যাচের ১২তম মিনিটে মোহাম্মদ সালাহর দুর্দান্ত এক পাস গোলপোস্টের কয়েক ফুট দূরে পেয়ে পায়ের টোকায় লিভারপুলকে এগিয়ে দেন কোডি গাকপো। ফন ডাইকের শট পোস্টে লেগে না ফিরলে লিভারপুলের ব্যবধান বাড়তে পারত আরও।
প্রথম ৪৫ মিনিটে লিভারপুল যেখানে গোলের জন্য ১০টি শট নিয়ে চারটি লক্ষ্যে রাখতে পারে, সেখানে সিটি এই সময়ে একটি শট নিতে পারলেও সেটা লক্ষ্যে ছিল না।
এরপর ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা চালিয়েছে সিটি। কিন্তু আর্লিং হলান্ড, বের্নাদো সিলভারা সিটিকে গোল এনে দিতে পারেননি। উল্টো ৭৮তম মিনিটে ব্যবধান বাড়ায় লিভারপুল। পেনাল্টি থেকে গোল করে জয় নিশ্চিত করেন সালাহ। সিটির ক্লাব ইতিহাসে এমন বাজে সময় আর কখনো আসেনি।
এদিন অন্য ম্যাচে অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারিয়েছে চেলসি। ১৩ ম্যাচে সাত জয় ও চার ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে তারা। তাদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে ব্রাইটন। পাঁচ নম্বরে নেমে যাওয়া ম্যানচেস্টার সিটির পয়েন্ট ২৩।