চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনিশ্চিত অসি অধিনায়ক কামিন্স
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে পাওয়া যাবে না প্যাট কামিন্সকে, এটি নিশ্চিত হয়েছে আগেই। স্ত্রী সন্তানসম্ভবা, তাই দল থেকে বিশ্রাম নিয়েছেন কামিন্স। তবে, অস্ট্রেলিয়া অধিনায়ককে নিয়ে এবার তৈরি হয়েছে শঙ্কা। অ্যাঙ্কেলের চোটে ছিটকে যেতে পারেন আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও।
এ মাসেই দুই টেস্টের সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাবে অস্ট্রেলিয়া। পিতৃত্বকালীন ছুটির জন্য সফরে দলের সঙ্গে যাবেন না সদ্য ভারতকে টেস্ট সিরিজ হারানো অসিদের অধিনায়ক। এরমধ্যেই এলো চোট বেড়ে যাওয়ার খবর। ভারতের বিপক্ষে সিরিজে পাওয়া চোট বেড়ে যাওয়ায় চিন্তায় পড়েছে ওয়ানডের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।
এ বিষয়ে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, ‘কামিন্সের চোট নিয়ে চিকিৎসকরা কাজ করছেন। তার স্ক্যান করানো হবে। আমরা আশা করি ডাক্তারদের কাছ থেকে দ্রুতই রিপোর্ট পাব। কতটা অগ্রগতি হয়েছে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।’
চোটের খবর দিলেও ক্রিকেট অস্ট্রেলিয়া জানাতে পারেনি কামিন্সের চোট কতটা গুরুতর। ২২ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচে অধিনায়ককে পাওয়া যাবে কি যাবে না, সেটিও বলতে পারেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। মূলত, স্ক্যান রিপোর্ট হাতে আসার পরই তারা জানাতে পারবে কামিন্স টুর্নামেন্টে খেলবেন কি না।