বিসিবিতে যোগ দেওয়ার ব্যাপারে কী ভাবছেন তামিম?
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা কয়েকদিন আগেই দিয়েছেন তামিম ইকবাল। আগে থেকে গুঞ্জন ছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন তামিম। আগামীতে বিসিবির ঊর্ধ্বতন পদে দেখা যেতে পারে তাকে।
বিপিএলে আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মাঠে নেমেছিল তামিমের ফরচুন বরিশাল। চট্টগ্রামে দলকে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন অধিনায়ক। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে তার ব্যাট থেকে আসে ৪৮ বলে ৬১ রানের ম্যাচজয়ী ইনিংস।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে আসা তামিমকে প্রশ্ন করা হয় ক্রিকেট প্রশাসনে আসবেন কি না সেটি নিয়ে। তার ভাবনা জানার চেষ্টা করা হলেও তিনি অনেকটা এড়িয়েই গেলেন। বোর্ড নয়, তার পরিকল্পনায় খেলা চালিয়ে যাওয়া, এমনটিই জানান তিনি।
তামিম বলেন, ‘এই মুহূর্তে বলার মতো অবস্থায় (বিসিবিতে আসা প্রসঙ্গে) নাই। এখন তো রিটায়ার্ড করেছি। লেজেন্ডস লিগে খেলব, প্রিমিয়ার লিগে সুযোগ পেলে খেলব। যদি ফিট থাকি, বিপিএলটা চালিয়ে যাব। আমার সব ফোকাস এখন খেলার দিকে। যতটুক পারি খেলতে থাকব।’
এছাড়া এবারের বিপিএল ভালো হচ্ছে জানিয়ে তামিম বলেন, ‘আপনারা যদি দেখেন, বিপিএল এবার ভালো হচ্ছে। ঢাকা ও সিলেটে রান হয়েছে। দর্শক হয়েছে। সবচেয়ে বড় যে ব্যাপারটা, টি-টোয়েন্টির জন্য এমন উইকেটই আসলে প্রয়োজন।’