ম্যাচসেরা হয়েও যে কারণে পুরস্কার নেননি তামিম
ছন্দে আছেন তামিম ইকবাল। মাঠে আলো ছড়ালেও মাঠের বাইরে তাকে নিয়ে সমালোচনার শেষ নেই। বিপিএলে কদিন আগে ঝামেলায় জড়িয়েছেন অ্যালেক্স হেলসের সঙ্গে। আজ বৃহস্পতিবার ৯১৬ জানুয়ারি) ঢাকা ক্যাপিটালসে বিপক্ষে ফরচুন বরিশালের ম্যাচে ফের আলোচনায় তামিম। প্রথমে সাব্বির রহমানের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে, পরে ম্যাচসেরার পুরস্কার নিতে না এসে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকার দেওয়া ১৪০ রানের লক্ষ্য সহজেই পার করে বরিশাল। দলকে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক তামিম। ব্যাট হাতে খেলেন ৪৮ বলে ৬১ রানের ঝলমলে ইনিংস। বরিশালের জার্সিতে এটি তার সপ্তম অর্ধশতক, যা ফ্র্যাঞ্চাইজিটির পক্ষে সর্বোচ্চ। এমন পারফরম্যান্সের পর ম্যাচসেরা হন তামিম। তবে, তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন নাজমুল হোসেন শান্ত।
বরিশালের সূত্র অনুযায়ী, অনেকটা বিরক্ত হয়ে পুরস্কার নিতে যাননি তামিম। পুরস্কার প্রদান মঞ্চের পাশে বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছেন তিনি। পুরস্কার দিতে আসার কথা ছিল বিসিবি সভাপতি ফারুক আহমেদের। কিন্তু, প্রায় ২০ মিনিট পার হলেও তিনি না আসায় তার বিরক্তি নিয়ে ড্রেসিংরুমে চলে যান তামিম। পরে শান্তকে পাঠানো হয় পুরস্কার আনতে।
এদিকে, তামিমের ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিল তার ছেলে। সন্তানের সামনে এমন ইনিংস খেলতে পেরে উচ্ছ্বসিত তামিম জানান, ব্যাপারটা বেশ খুশির। ছেলে একটা ভালো ম্যাচ দেখতে পেরেছে।