ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা
দরজায় কড়া নাড়ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এক মাস বাকি টুর্নামেন্টের। এর আগে আজ শনিবার (১৮ জানুয়ারি) দল ঘোষণা করেছে ভারত। রোহিত শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছে বিসিসিআই।
গৌতম গম্ভীর ভরসা রেখেছেন অভিজ্ঞ ক্রিকেটারদের ওপরই। জাসপ্রীত বুমরার থাকা না থাকা নিয়ে অনেক জল্পনা ছিল। তবে, তাকে ঠিকই দলে রেখেছেন গম্ভীর। লম্বা সময় পর দলে ফিরেছেন পেসার মোহাম্মদ শামি। চোটের কারণে এক বছরের বেশি সময় মাঠের বাইরে ছিলেন তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সহ-অধিনায়ক হিসেবে থাকছেন শুভমান গিল। তরুণ এই তারকার পাশাপাশি জাতীয় দলে আছেন আরেক তরুণ, যশস্বী জাইসওয়াল। টেস্ট ক্রিকেট মাতানো জাইসওয়ালই স্কোয়াডে একমাত্র ক্রিকেটার, যার এখনও ওয়ানডে অভিষেক হয়নি।
চ্যাম্পিয়নস ট্রফি শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি। মূল টুর্নামেন্ট পাকিস্তানে হলেও ভারত তাদের ম্যাচগুলো খেলবে সংযুক্ত আরব আমিরাতে। ২০ ফেব্রুয়ারি ভারতের প্রথম ম্যাচে প্রতিপক্ষ বাংলাদেশ।
চ্যাম্পিয়নস ট্রফির আগে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। সেই সিরিজেও এই দলটিই খেলবে।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমান গিল , শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, অর্শদীপ সিং, যশস্বী জাইসওয়াল, ঋষভ পন্ত, রবীন্দ্র জাদেজা।