জুটি গড়ে দলকে টানছেন মাহমুদউল্লাহ-জাকের

মিরাজের বিদায়ের পর রানের গতি কমে যায় বাংলাদেশের। তবে, জাকের-মাহমুদউল্লাহ জুটি চাপ সামলে ফের বড় সংগ্রহের লক্ষ্যে ব্যাট করছেন। ৩৮তম ওভারের শেষ বলে গুড়াকেশ মোতিকে লং অনের ওপর দিয়ে লম্বা এক ছক্কা মেরেছেন মাহমুদউল্লাহ। এই ছক্কায় বাংলাদেশ দলের রান ২০০ পেরিয়েছে। রান আউটে ফিরলেন মিরাজএকই সিরিজে টানা দুইবার সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। প্রথম ওয়ানডের পর তৃতীয় ওয়ানডেতেও দারুণ...