স্বর্ণজয়ী শুটার সাদিয়া আর নেই

এসএ গেমসে স্বর্ণজয়ী শুটার সাদিয়া সুলতানা আর নেই। চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন সাদিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৩১ বছর। জানা যায়, দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন সাদিয়া। আজ সোমবার বাড়ির ছাদ থেকে লাফ দেন তিনি। আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করানো হয়। এরপর নেওয়া হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)।...