ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনের নেতাকে হত্যা
সিরিয়ায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠী ‘ইসলামিক জেহাদের’ এক নেতাকে হত্যা করেছে ইসরায়েল। সংগঠনটি এক বিবৃতিতে জানায় ৩১ বছর বয়সী রামজি আল আসাওয়াদকে স্থানীয় সময় গতকাল রোববার (১৯ মার্চ) ভোরে হত্যা করে ইসরায়েলের এজেন্টরা। ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন আসওয়াদ।
ভোরে রাজধানীর দামেস্কে অতর্কিতে আসওয়াদের ওপর বন্দুক হামলা চালায় জায়োনিস্ট শত্রুরা, জানায় সংস্থাটি। হত্যাকারীদের হাতের ছাপসহ বুলেট পাওয়া গেছে বলেও জানানো হয়।
এর আগে ২০১৯ সালে ইসরায়েলের বিমান হামলায় ইসলামিক জিহাদের এক নেতা প্রাণে বাঁচলেও তার ছেলের মৃত্যু হয়। ফেব্রুয়ারিতে দামেস্কে ইসরায়েলের এক হামলায় অন্তত পাঁচজন নিহত হয় বলে জানায় সিরিয় কর্তৃপক্ষ।
দামেস্ক ও আলেপ্পো বিমানবন্দরে হামলাসহ সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ নিয়ন্ত্রিত এলাকায় বিভিন্ন লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে শতাধিক বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েল । এত বহু প্রাণহানির ঘটনা ঘটে। তবে ইসরাইল তাদের এসব গোপন মিশনের কোনো দায় স্বীকার করে না।