গাজার তিন স্থানে ইসরায়েলের বিমান হামলা
নতুন বছরে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজার তিনটি স্থানে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে হামলা করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে গাজা উপত্যকার খান ইউনিস ও দক্ষিণ গাজায় এ বিমান হামলা হয়। ফ্রান্স টোয়েন্টিফোরের খবরে এ তথ্য জানানো হয়।
ইসরায়েলের ওই বিমান হামলায় এখনও কোনো হতাহতের খবর আসেনি।
ইসরায়েলি সেনারা বলছে, তারা গাজায় হামাসের সামরিক ঘাঁটি লক্ষ্য করে এ বিমান হামলা করেছে। কেননা শনিবার হামাস শাসিত ভূখণ্ডটি থেকে দুটি রকেট ছোঁড়া হয়েছিল।
যদিও হামাসের ছোঁড়া রকেট দুটি ইসরায়েলের ভূখণ্ডে পড়েছে কি না, তার কিছু জানা যায়নি। তবে, হামাস তাদের রকেটগুলো পরীক্ষার জন্য সাধারণত ভূমধ্যসাগরের দিকেই ছোঁড়ে। এ ছাড়া হামাসের ওই রকেটে কোনো হতাহতের খবরও মেলেনি।
নাফতালি বেনেট ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই গাজায় প্রথম বিমান হামলা। এর আগে ২০২১ সালের মে মাসে টানা ১১ দিন গাজায় বিমান হামলা করেছিল ইসরায়েল। ওই সময় গুঁড়িয়ে দেওয়া হয়েছিল গাজার আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর অফিস ভবন।