গাজায় ফের ইসরায়েলের বিমান হামলা
অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারো বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনি অঞ্চল থেকে ইসরায়েলে গ্যাসীয় বেলুন পাঠানোর পর তেল আবিব গতকাল রোববার এ বিমান হামলা চালায়। খবর বাসসের।
ফিলিস্তিনের নিরাপত্তা সূত্র বলছে, গাজার উত্তরাঞ্চলের খোলা জায়গা এবং দক্ষিণাঞ্চলীয় খান ইউনুসে হামাসের সামরিক প্রশিক্ষণ এলাকায় ইসরায়েল এ হামলা চালিয়েছে। তবে এতে কোনও পক্ষ থেকেই ক্ষয় ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
এ ছাড়া হামলা নিয়ে ইসরাইলি সেনাবাহিনীও কোনও মন্তব্য করেনি।
তবে ফিলিস্তিনি অঞ্চলে বেসামরিক বিষয়ক সামরিক শাখা (সিওজিএটি) এক বিবৃতিতে বলেছে, গাজা উপত্যকা থেকে অব্যাহতভাবে গ্যাসীয় বেলুন পাঠানো হচ্ছিল। এটি ইসরায়েলি সার্বভৌমত্বের লংঘন।
সিওজিএটি এ জন্য হামাসকে দায়ী করে বলেছে, ইসরায়েলি জনগণের বিরুদ্ধে এই সহিংসতার পরিণাম হামাসকে ভোগ করতে হবে।