জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে ভোট দিল বাংলাদেশ
ফিলিস্তিনের বেশ কয়েকটি ভূখণ্ড দখলে রেখেছে ইসরায়েল। ইসরায়েলের এই অবৈধ দখলের আইনি পরিণতি সম্পর্কে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের (আইসিজে) মতামত জানতে জাতিসংঘে একটি প্রস্তাব উত্থাপন করা হয়। এ প্রস্তাবের পক্ষে বাংলাদেশসহ বিশ্বের ৮৭ দেশ ভোট দিয়েছে। বিপক্ষে ভোট দেয় ২৬টি দেশ এবং এতে ভোট দেওয়া থেকে বিরত ছিল ৫৩টি দেশ। ফিলিস্তিনিরা এ বিষয়ে পদক্ষেপ নেওয়ায় জাতিসংঘকে স্বাগত জানিয়েছে এবং এটাকে ইসরায়েলের দখলের বিরুদ্ধে ‘জয়’ হিসেবে দেখছে। খবর আলজাজিরা ও রয়টার্সের।
জাতিসংঘের সাধারণ পরিষদে পশ্চিমা দেশগুলো এই মতামত দিতে গিয়ে বিভক্ত হয়ে পড়ে। তবে, ইসলামি বিশ্বে দেশগুলো সর্বসম্মত সমর্থন দেয়। যদিও অনেকের সঙ্গে ইসরায়েলের ভালো সম্পর্ক রয়েছে। এদিকে, রাশিয়া ও চীনও প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে।
অন্যদিকে, ইসরায়েল, যুক্তরাষ্ট্রসহ, যুক্তরাজ্য ও জার্মানিসহ ২৬টি দেশ এই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয়। আর ফ্রান্সসহ ৫৩টি দেশ এই প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থাকে।
শনিবার ফিলিস্তিনি নেতারা ভোটকে স্বাগত জানিয়েছেন। ফিলিস্তিনের জ্যেষ্ঠ কর্মকর্তা হুসেইন আল-শেখ এটিকে ‘ফিলিস্তিনি কূটনীতির বিজয়’ বলে মন্তব্য করেন।
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইনেহ বলেন, ‘ইসরায়েলের আইনের অধীন একটি রাষ্ট্র হওয়ার এবং আমাদের জনগণের বিরুদ্ধে চলমান অপরাধের জন্য দায়বদ্ধ হওয়ার সময় এসেছে।’
জাতিসংঘে ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর উল্লেখ করেন, ভোটটি একটি নতুন উগ্র ডানপন্থি ইসরায়েলি সরকারের শপথের একদিন পরে এসেছে। এই সরকারের শপথ ফিলিস্তিনিদের প্রতি ‘ঔপনিবেশিক ও বর্ণবাদী নীতি’ ত্বরান্বিত করবে। একইসঙ্গে তিনি ভোট দিয়ে ফিলিস্তিনের পাশে থাকায় দেশগুলোকে অভিনন্দন জানান।