জাতীয় নিরাপত্তা আইন : হংকংয়ে তদন্তের অনুমতি দিতে বেইজিংকে জাতিসংঘের আহ্বান
হংকংয়ে ন্যাশনাল সিকিউরিটি ল’র (জাতীয় নিরাপত্তা আইন) ব্যাপারে অনুসন্ধান চালাতে বেইজিংকে অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল। ওই আইনটির ফলে হংকংয়ে জনগণের স্বাধীনতা খর্ব হচ্ছে কি না তা তদন্ত করে দেখবে জাতিসংঘ। সাউথ চায়না মর্নিং পোস্টের বরাত দিয়ে সংবাদ সংস্থা ইন্ডিয়া ব্লুমস এ খবর জানিয়েছে।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, ‘সম্প্রতি জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের একটি সেশনে এ আহ্বান জানানো হয়। ওই সেশনে হংকংয়ের অধিকারকর্মীরা অংশ নেন এবং হংকংকে পুলিশি রাষ্ট্র বলে উল্লেখ করেন।’
প্রতিবেদনে আরও বলা হয়, ‘চীনের একজন ঊর্ধ্বতন কূটনীতিক এক সম্মেলনে জানান, ওই আবেদন বিবেচনা করা হবে না। ন্যাশনাল সিকিউরিটি আইনটি চীনের ব্যাপারে বিদেশি হস্তক্ষেপ রোধ করার জন্য করা হয়েছে।’
ওই আইনটি বাস্তবায়নের পর থেকে হংকংয়ে ব্যাপক প্রতিবাদ হয়েছে। ব্রিটিশ উপনিবেশ হংকং ১৯৯৭ সালে চীনের কাছে হস্তান্তর করা হয়। এটি স্বায়ত্তশাসিত হলেও চীন একে নিজেদের বলে দাবি করে আসছে।