ধনকুবের তালিকায় থাকতে চান না বিল গেটস
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস নিজের সম্পদের আরও একটি অংশ দান করার প্রতিশ্রুতি দিয়েছেন। এতে ভবিষ্যতের কোনো এক সময় ধনকুবেরদের তালিকা থেকে তাঁর নাম বাদ পড়বে বলে আশা করেছেন তিনি। খবর বিবিসির।
বিবিসির জানায়, মাইক্রোসফটের এই সহপ্রতিষ্ঠাতা তাঁর জনকল্যাণমূলক ফান্ডে আরও ২০ বিলিয়ন ডলার দান করার সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্বের চতুর্থ সম্পদশালী এই ব্যক্তি বলেছেন, তাঁর সম্পদকে সমাজের কাছে ফিরিয়ে দেওয়া তাঁর কর্তব্য।
এর আগে ২০১০ সালে নিজের সব ধনসম্পদ বিলিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন বিল গেটস। তবে, এরপর থেকে তাঁর সম্পদ বেড়ে দ্বিগুণ হয়েছে।
২০০০ সালে তৎকালীন স্ত্রী মেলিন্ডা গেটসের সঙ্গে মিলে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন বিল গেটস। প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী শিক্ষা ও স্বাস্থ্যসহ নানা খাতে কাজ করে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবচেয়ে বড় বেসরকারি দাতা এই ফাউন্ডেশন।
কয়েকটি টুইটবার্তায় বিল গেটস জানিয়েছেন, মহামারি, ইউক্রেন যুদ্ধ ও জলবায়ু সংকটের ফলে বিশ্ব যেসব বাধার সম্মুখীন হচ্ছে তা মোকাবেলা করতে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের বার্ষিক ব্যয়ের পরিমাণ ছয় বিলিয়ন ডলার থেকে নয় বিলিয়ন ডলারে উন্নীত করবে।