বাদশাহ সালমানকে জো বাইডেনের ফোন, যে বিষয়ে কথা হলো
সৌদি আরবের বাদশাহ সালমান বিন সউদকে ফোন করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইয়েমেন ইস্যুতে কথা বলেন দুজন। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানায়।
আরব অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যকার সম্পর্ক আরও জোরদারের বিষয়েও কথা হয় দুই নেতার।
ইয়েমেনে একটি রাজনৈতিক সমাধানে পৌঁছানোর বিষয়ে এবং দেশটিতে সৌদি আরবের বিভিন্ন অবকাঠামো পুননির্মাণ ও মানবিক কার্যক্রমের কথা তুলে ধরেন সৌদি বাদশাহ।
জ্বালানি এবং তেল বাজারে স্থিতিশীলতা বজায় রাখার বিষয়েও কথা বলেন জো বাইডেন এবং সালমান বিন সউদ।
এসপিএ জানায়, ফোনালাপে বাদশাহ সালমান দুই দেশের মধ্যে নিরাপত্তা বিষয়ে সহযোগিতা জোরদারের কথা বলেন। সৌদি আরবের ভূমি ও নাগরিকদের রক্ষায় বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদও জানান তিনি।
এ ছাড়া ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে সে লক্ষ্যে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন দুই রাষ্ট্রনায়ক।