বাদশাহ সালমানের সঙ্গে বাইডেনের ফোনালাপ : যেসব বিষয়ে কথা হলো
সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
জো বাইডেন সৌদি বাদশাহকে বলেছেন, যুক্তরাষ্ট্র বিশ্বজনীন মানবাধিকার ও আইনের শাসনকে অত্যন্ত গুরুত্ব দেয়। তুরস্কে নিহত সৌদি সাংবাদিক জামাল খাসোগির খুনের পরিপ্রেক্ষিতেই জো বাইডেন এ কথা বলেছেন বলে বিশেষজ্ঞদের ধারণা। সংবাদমাধ্যম বিবিসি ও ডয়চে ভেলে এ খবর জানিয়েছে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের উন্নতি হয়েছিল। ট্রাম্পের মধ্যস্থতায় সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্কও উন্নত হচ্ছিল বলে বিশেষজ্ঞদের বক্তব্য।
গতকাল বৃহস্পতিবারের ফোনালাপে সৌদি আরবের বাদশাহর সঙ্গে এ বিষয়েও কথা বলেছেন বাইডেন। সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে চান বাইডেন।
সাংবাদিক জামাল খাশোগির বিষয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর প্রকাশিতব্য প্রতিবেদন পড়েছেন জো বাইডেন। প্রতিবেদনটি শিগগিরই প্রকাশ করা হবে। প্রতিবেদনটিতে সাংবাদিক জামাল খাশোগি হত্যার পেছনে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান জড়িত বলে অভিযোগ করা হয়েছে। ২০১৮ সালে ইস্তাম্বুলে সৌদি দূতাবাসে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয়েছিল। সৌদি যুবরাজের নির্দেশে এই ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। সৌদি প্রশাসন অবশ্য শুরু থেকেই অস্বীকার করে আসছে। তবে সম্প্রতি সৌদি আরব ওই হত্যায় জড়িত অভিযোগে দেশটির পাঁচজন কর্মকর্তাকে ২০ বছরের সাজা দিয়েছে।
মানবাধিকার এবং আইনের শাসনের কথা বলে জো বাইডেন সৌদি বাদশাহ সালমানকে ওই ঘটনার কথাই মনে করিয়ে দিতে চেয়েছেন। যদিও সাংবাদিক জামাল খাশোগির নাম নেননি বাইডেন।
এ ছাড়া সম্প্রতি সৌদি আরব যে একাধিক মার্কিন মানবাধিকার কর্মীকে তাদের জেল থেকে মুক্তি দিয়েছে, সে বিষয়ে বাদশাহ সালমানকে ধন্যবাদ জানিয়েছেন জো বাইডেন।
যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের দীর্ঘ সম্পর্ক নিয়ে কথা বলেন দুই রাষ্ট্রপ্রধান। আগামী দিনেও তা বজায় রাখার আশ্বাস দেন দুই রাষ্ট্রপ্রধান।