বিচার বিভাগ সংস্কার নিয়ে যা বললেন বাইডেন ও নেতানিয়াহু
ইসরায়েলের বিচার বিভাগ সংস্কার কার্যক্রমকে ভীষণ বিতর্কিত মন্তব্য করে দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে তা থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার (২৮ মার্চ) ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন বাইডেন। খবর আল জাজিরার।
‘আরো অনেক ইসরায়েল সমর্থকদের মতোই আমিও উদ্বিগ্ন। আমি পরিষ্কার করে বলতে চাই তারা এ পথে আগাতে পারে না। আমি আশা করব তারা এ পথ থেকে সরে আসবে,’ বলেন জো বাইডেন।
আশাকরি প্রধানমন্ত্রী (নেতানিয়াহু) এমন পদক্ষেপ নেবেন যেন সত্যিকার অর্থেই তিনি বিষয়টির একটি রফা করছেন বলে মনে হয়, জানান এই নেতা।
এ বিষয়ে আলোচনার জন্য নেতানিয়াহুকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানোর কোনো পরিকল্পনা নেই বলেও সাংবাদিকদের জানান বাইডেন।
এদিকে বাইডেনের এমন মন্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নেতানিয়াহু বলেন – ‘ইসরায়েল একটি সার্বভৌম দেশ যেটি তার জনগণের ইচ্ছায় সিদ্ধান্ত নেয় । ইসরায়েল বাইরের চাপে কোনো সিদ্ধান্ত নেয় না। সেটি যদি সবচেয়ে ভালো বন্ধুর একটি হয় তবুও না।’ খবর রয়টার্সের।
সম্প্রতি বিচারপতি নিয়োগসহ বিচারবিভাগের ক্ষমতা পার্লামেন্টের হাতে নিতে নেসেটে বিচার বিভাগ সংস্কার নামে একটি আইন পাশ করার উদ্যোগ নেন নেতানিয়াহু সরকার। এ নিয়ে গত কয়েক মাস ধরেই ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে আসছে ইসরায়েলের বিরোধীদলসহ সাধারণ জনতা। এমন উদ্যোগের সমালোচনা করায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইওয়াভ গালান্টকে নেতানিয়াহু বরখাস্ত করলে প্রতিবাদে গত রোববার (২৬ মার্চ) আবারও ব্যাপক বিক্ষোভ ও সহিংসতা দেখা দেয় ইসরায়েলে।