স্বৈরশাসক পুতিন ইউক্রেনে গণহত্যা চালাচ্ছেন : বাইডেন
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রথম বারের মতো বলেছেন, রাশিয়ার ‘স্বৈরশাসক’ ভ্লাদিমির পুতিন ইউক্রেনে গণহত্যা চালাচ্ছেন। যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে সাংবাদিকদের সামনে এ কথা বলেছেন তিনি। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জো বাইডেন বলেন, ‘হ্যাঁ, আমি একে গণহত্যা বলেছি। এটা একদম পরিষ্কার, একজন ইউক্রেনীয় হিসেবে থাকার ধারণাটাই মুছে দিতে চেষ্টা করছেন পুতিন।
বাইডেন বলেন, ‘ইউক্রেনে রাশিয়া যে ভয়ংকর কাজগুলো করেছে, তার আরও প্রমাণ আক্ষরিক অর্থে বেরিয়ে আসছে এবং আমরা কেবল ধ্বংসযজ্ঞ সম্পর্কে আরও বেশি কিছু জানতে যাচ্ছি এবং আইনজীবীদের আন্তর্জাতিকভাবে সিদ্ধান্ত নেবেন যে, এটি গ্রহণযোগ্য কি না।’