জন্মদিনে দুবাই না নেওয়ায় স্বামীকে ঘুষি মেরে হত্যা
ছয় বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় দম্পতিটি। জন্মদিন উদযাপনের জন্য দুবাই যেতে চেয়েছিল স্ত্রী। তবে, এতে সায় দেয়নি স্বামী। ক্ষোভে স্বামীকে কিলঘুষি মারতে থাকে স্ত্রী। আর এতেই ৩৬ বছর বয়সী ওই স্বামী প্রাণ হারান। ভারতের পুনেতে গতকাল শুক্রবার (২৪ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যমটি জানায়, পুনের ওয়ানাভদি এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে শুক্রবার রাতে একজন নির্মাণ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওই ব্যক্তির নাম নিখিল খান্না। তাকে হত্যার অভিযোগে স্ত্রী রেনুকাকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।
ওয়ানাভদি পুলিশ স্টেশনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার তথ্যমতে, হত্যার ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে। প্রাথমিক তদন্ত অনুযায়ী, দম্পতিটির মধ্যে ঝগড়ার একপর্যায়ে স্বামী নিখিলকে হত্যা করেছে স্ত্রী।
ঝগড়ার কারণ জানিয়ে ওই কর্মকর্তা বলেন, জন্মদিন ও বিবাহ বার্ষিকী উপলক্ষে দুবাই যেতে চেয়েছিল রেনুকা। মূল্যবান উপহারও চেয়েছিলেন ওই স্ত্রী। তবে, এতে সায় দেননি নিখিল। বরং, জন্মদিন উদযাপন করতে স্বজনদের কাছে যেতে চান তিনি। আর ওই স্বজনেরা দিল্লিতে রয়েছেন। এ নিয়ে ক্ষুব্ধ হন রেনুকা।
পুলিশ জানিয়েছে, ঝগড়ার একপর্যায়ে স্বামীর নাকে ঘুষি মারে রেনুকা। ঘুষিটি এতই জোরাল ছিল যে নাক ও কয়েকটি দাঁত এতে ভেঙে যায়। এতে করে নিখিল জ্ঞান হারিয়ে ফেলেন। এ ঘটনায় রেনুকার বিরুদ্ধে একটি মামলা হয়েছে এবং ঘটনার অধিকতর তদন্ত করছে পুলিশ।