আসমা সুলতানা
ভিজ্যুয়াল আর্টিস্ট। চিত্রকলা, শিল্পকলা ও শিল্পকলার ইতিহাসে প্রশিক্ষণ নিয়েছেন ঢাকা, লন্ডন ও টরন্টোতে। দেশ-বিদেশে বেশ কিছু একক ও যৌথ প্রদর্শনী ছাড়া শিল্পকলার ইতিহাস নিয়ে লেখালেখি করেন তাঁর নিজস্ব ব্লগে। 'সভ্যতা: একটি ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি' ও 'দেখার দৃষ্টিভঙ্গি' নামে আসমা সুলতানার দুটি বই রয়েছে।